দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তীব্র শীতে আমাদেরই কাজে মন বসেনা কেমন অলস অলস সময় কাটে, সকাল হলেও মনে হয় আরও কিছুক্ষণ বিছানায় থাকতে ঠিক সেরকম পোষা প্রাণীদেরও সময়টা আলস কাটে, আজ বিশ্বের নানা পোষা প্রাণীর শীতের দিনে অসল সময়ে ঘটানো বেশ কিছু মজার ছবি নিয়েই এই প্রতিবেদন।
১। শীতের দিনে সকালে এই বিড়ালের অলস সকালের নাস্তা গ্রহণ!
২। মালিকের বিশাল বিছানায় আরাম করে যে ঘুম দিয়েছে সে, উঠতেই তার ইচ্ছে করছেনা!
৩। শীতে বোধয় তাকে খুব ভালো ভাবেই ধরেছে! দামী উলের কাপড় তো তাই বলছে!
৪। শীত থেকে বাঁচতে কতই না প্রচেস্টা, সত্যি তাকে সৌভাগ্যবান বলা চলে।
৫। শীতের দিনে অনুসন্ধানী চোখ কি-যে খুঁজে!
৬। দুই প্রতিদ্বন্দ্বী বন্ধুর মিলে মিশে আরাম!
৭। শীতের দিনে আড়মোড়া ভাংতেও আলাদা আরাম আছে!
৮। আরে আরে! এরা দুইজন কি নিজেদের শরীর গরম করতেই কুস্তি খেলছে!
৯। দুই ভাই বোনের মালিকের বিছানায় প্রান উচ্ছল খেলা ধূলা!
১০। আহা! কুকুরটা শীতের দিনে আরাম করছিল, এই মহিলা বালিশ ভেবে ভুল করল অতঃপর দুইজনেই ভীত!
১১। আমার পুতুল সোনা নাচতো দেখি! কি সুন্দর!
১২। বিড়াল নিজের রোবট খেলনা দিয়ে খলেছে! অসাধারণ।
১৩। আহা আহা সে কি করছে? কাজ নেই তো খৈ ভাজ বলে একটা কথা আছেনা!
১৪। অনুসন্ধানী বিড়াল! কিন্তু একি! পুলিশ বক্স দেখে সে অবাক কেন!
১৫। আরামের ঘুম।
১৬। আরামের পোশাক পড়ে আরামের একটা ঘুম।
১৭। শীতের দিনে চুরি করে খাওয়ার খেতে তো মজাই আলাদা!
ধন্যবাদান্তেঃ Buzzfeed