দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দশম জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলো ৫ জানুয়ারি। এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে তা নিয়ে বেশ সংশয় রয়েছে। নির্বাচন কমিশন এখনও কিছু বলেনি। তবে একটি সংবাদ মাধ্যম বলেছে, সারাদেশে ভোট পড়েছে ৩৯ দশমিক ৮১ শতাংশ।
সোমবার ইসির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওই সংবাদ মাধ্যম।
সূত্রের বরাত দিয়ে ওই খবরে আরও বলা হয়, নির্বাচনে ৪ কোটি ১৫ লাখ ২১ হাজার ৩২৪ জন ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ১ কোটি ৬৫ লাখ ৩০হাজার ৭৭৫টি। সেই হিসেবে সারাদেশে ভোট পড়েছে ৩৯ দশমিক ৮১ শতাংশ। তবে এই হিসাব সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে এসেছে। কোন কোন সংবাদ মাধ্যম লিখেছে ৩৯.৬৬ আবার কেও লিখেছে ৩৯.৭৭।
তবে ভোট স্থগিত হওয়া ৮ টি আসনের ভোটারদের হিসাবও এখনও আসেনি। হয়তো স্থগিত কেন্দ্রগুলোর ভোট গ্রহণের পর এই হিসাব পরিবর্তন হবে অর্থাৎ সামান্য পরিমাণ হলেও বাড়বে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ স্থগিতকৃত আটটি আসনে পুনঃভোট হবে আগামী ১৬ জানুয়ারি।
তবে এবারে ভোটের সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৫ হাজার ৯৯ জন। এর মধ্যে আওয়ামী লীগের ওবায়দুল মোকতাদির চৌধুরী পেয়েছেন ২ লাখ ৬৮ হাজার ২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাপার মো. ফরিদ আহমদ পেয়েছেন ৬ হাজার ১৭৪ ভোট। প্রদত্ত ভোটের হার মোট ভোটের ৬১.৭৪ শতাংশ।
একই অবস্থা গোপালগঞ্জ-৩ আসনে। সেখানকার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯৫১, শেখ হাসিনার পক্ষে ভোট পড়েছে ১ লাখ ৮৭ হাজার ১৮৫টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জেড অপু শেখ পেয়েছেন মাত্র ২ হাজার ৪৩০ ভোট। ভোটের হার ৮৯.৯৫ শতাংশ।
অপরদিকে সবচেয়ে কম ভোট পড়েছে মুন্সীগঞ্জ-১ আসনে। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭১ হাজার ৭৫৬, বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ১১ হাজার ৬৮৩ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাপার নুর মোহাম্মদ পেয়েছেন ৬ হাজার ৯৫৭ ভোট। ভোটের হার মাত্র ৮.৪০ শতাংশ।
উল্লেখ্য, ৫ জানুয়ারি ভোট গ্রহণ সম্পন্ন হলেও নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটের হার জানায়নি।
This post was last modified on জানুয়ারী ৭, ২০১৪ 10:10 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের আকাশে আজ (রবিবার) ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বরাবরই কাজ করেন বেছে বেছে। বিশেষ করে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিয়েতে দাওয়াত করা হয়েছে। অথচ অতিথিরা পৌঁছানোর পর তাদের জন্য…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। রবিবার, ৩০ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৬ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত অত্যাধিক পরিমাণে প্রোটিন খেলে, ওজন বাড়লে দেহে ইউরিক অ্যাসিডের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সঙ্গে আনন্দের ভাগিদার হয় চ্যানেল…
View Comments
তাই না ki
আই তা কি কন নেরবাছন না কি...।। তামাশা...।