দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগুন! ভয়াবহ একটি বিষয় যখন মানুষ আগুনে পুড়ে যায়। আগুনে পোড়া কিংবা শরীরে আগুন লেগে গেলে তাৎক্ষণিক যা যা আপনার করণীয় তাই নিয়েই দি ঢাকা টাইমসের আজকের আয়োজন।
যেকোনো সময়ে আপনাকে হয়তো আগুনের মোকাবেলা করতে হতে পারে, বিভিন্ন কারণে আগুন লাগতে পারে, আগুন সাধারন অসাবধান থাকার কারণেই বেশি হয় এছাড়াও আমাদের আরেক প্রতিবেদনে আগুন আগা এবং এর জন্য করনীয় বিষয়ে বিস্তারিত বলা হয়েছে, আজ যদি আপনার আশেপাশে কারোর গায়ে আগুন লেগে যায় তখন তাৎক্ষণিক আপনার যা যা করনীয় যা নিচে বর্ণনা করা হল।
আগুন বেশ কয়েক কারণে লাগতে পারে, দুই ধরণের আগুনে পোড়া হয়ে থাকে সাধারণ আগুনে পোড়া যেমন গরম পানি, গরম পাতিল, আইরন মেশিন, কিংবা গরম তেল পড়ে যদি হালকা পুড়ে যায় কিংবা ত্বক লাল হয়ে যন্ত্রণা করতে থাকে।
তবে শান্ত থেকে দ্রুত শীতল পানি ঢালুন, দীর্ঘ সময় ধরে এভাবে পানি ঢালতে থাকুন। মানুষের ত্বকের দুটি অংশ থেকে একটি উপরে অন্যটি ভেতরে উপরের অংশকে এপিডার্মিস বলা হয়, যদি হালকা আগুনে বা গরমে ত্বক পুড়ে যায় তবে এপিডার্মিস আংশিক ক্ষতিগ্রস্থ হয়। এসব ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে পানির বিকল্প নেই, হালকা ঠোসা ফুলে উঠলে তা গালার চেষ্টা করবেন না, কম পোড়ার ক্ষেত্রে ধীরে ধীরে নিজে থেকে এসব ঠোসা শুকিয়ে যাবে আর বেশি হলে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
আরেক রকম পোড়া হচ্ছে তিন ডিগ্রী বার্ন বা গুরুত্বর পোড়া, এধরণের পোড়ার সময় মানুষের শরীরের দুটি ত্বকের স্থরই খতিগ্রস্থ হয়। বাইরের ত্বক এপিডার্মিস এবং ভেতরের ত্বক ডার্মিস দুটি পুড়ে যায়, এতে শরীরে ভয়ংকর যন্ত্রণা হতে পারে। এধরণের পোড়ার ক্ষেত্রে অবশ্যই গায়ের কাপড় দ্রুত খুলে ফেলুন। দ্রুত শীতল পানি ঢালুন, ২,৩ ঘন্টা পানি ঢালতেই থাকুন।
পানি ঢালার পর রোগীর পোড়া বেশি হলে ঐ স্থানে সাদা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে দিন, এবং উপরের দিকে রাখুন। যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে রোগীকে স্থানান্তরের ব্যবস্থা করুন।
আগুনে পুড়ে গেলে পোড়া স্থানে যা যা প্রয়োগ করবেন নাঃ
পোড়া স্থানে অবশ্যই সরাসরি বরফ প্রয়োগ করবেন না,এতে খতের খুব ক্ষতি হবে। পুড়ে যাওয়া পাতলা চামড়াতে ফ্রস্ট বাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
মনে রাখবেন আগুনে পুড়ে যাওয়ার পর কোন রকম পেঁয়াজ, আলু, রসুন, তুথ পেস্ট, মবিল এসব প্রয়োগ করবেন না। এসব ত্বকের ক্ষতি করে। তিন ডিগ্রী বার্নের ক্ষেত্রে পিয়াজ, আলু, রসুন, পেস্ট এসব চামড়ার বিকৃতি ঘটিয়ে দেয়। ওয়েন্টমেন্ট জাতীয় ক্রিমও লাগাবেন না, অনেকেই সাবান লাগিয়ে থাকেন যা আপনার ক্ষত স্থানে ভয়ংকর পরিণতি বয়ে আনবে। মোট কথা উত্তেজিত না হয়ে শুধু সাধারণ শীতল পানি ঢালুন, তাৎক্ষণিক পানির উপরে কিছুই নেই।
পোড়া ক্ষতে হাত দিবেন না, ক্ষতে অযথা হাত দিলে হাতের সাথে ক্ষতের চামড়া উঠে আসতে পারে। এতে ঐ স্থান সুস্থ হলে বিকৃত হয়ে যেতে পারে।
আমাদের অন্যান্য জন সচেতনতা মূলক পোস্ট সমূহঃ
* বাংলাদেশে ভূমিকম্পের ঝুকি এবং আমাদের তাৎক্ষণিক করনীয় বিষয়গুলো!
* যেভাবে নিজেকে এবং পরিবারকে আগুণ থেকে রক্ষা করবেন
* জেনে নিন মুসলিম আইনে সম্পত্তির বন্টন কিভাবে হয়!
This post was last modified on আগস্ট ২, ২০১৪ 9:33 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…