দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নিজে বাঁচলে বাপের নাম’ এমন মনমানসিকতার বাঙালি জাতি মাঝে মধ্যেই মানবিক গুণাবলির শতভাগ পূর্ণ করেন। এমনই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশ রেলওয়েতে। ট্রেনের এক চালক নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রায় দেড় হাজার যাত্রীর জীবন বাঁচিয়েছেন।
বিলম্বেপ্রাপ্ত এক খবরে বলা হয়েছে, গত বুধবার ঢাকা কমলাপুর স্টেশন থেকে ৩টার পর রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি সিরাজগঞ্জের জামতৈল স্টেশনের কাছে পৌঁছালে কে বা কারা ট্রেনের ইঞ্জিন লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় কর্তব্যরত সহকারী চালক মাহবুবুর রহমান বুলবুল বিষয়টি বুঝতে পেরে বোমাটি বিস্কোরিত হওয়ার আগেই বাইরে ফেলে দেন। ইঞ্জিন কক্ষে এ সময় কিছুটা আগুনও লেগে যায়। বুলবুল আগুন নেভাতেও সক্ষম হন। তবে এ সময় ধরে যাওয়া আগুনে পুড়ে যায় তাঁর হাত ও কোমনের নিচের অংশ।
পরে বুলবুলকে ভর্তি করা হয় রাজশাহী রেলওয়ে হাসপাতালে। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। সুস্থ্য হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। বুলবুলের সাহসিকতার কারণে সেদিন বেঁচে গেছেন রাজশাহীগামী অন্তত দেড় হাজার যাত্রী।
এমন খবর আমাদের সমাজে নজিরবিহীন। বুলবুলের মতো যদি আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য নিবেদিত হতে পারতাম তাহলে এদেশ সত্যিই হিংসা-বিদ্বেষমুক্ত সুখি দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতো এ কথা হলফ করে বলা যায়।