Categories: সাধারণ

এতো যানজটের যন্ত্রণা: তবুও স্বস্থি সবার মনে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এতো যানজট, এতো যন্ত্রণা তবুও যেনো সবার মনে একটা স্বস্থি! কারণ হরতাল-অবরোধ নেই। যেখানে খুশি সেখানে যাওয়া যাবে, জরুরি কাজ সারা যাবে বাধাহীনভাবে এটিই আনন্দ!


আমরা বাঙালি জাতি বড়ই শান্তিপ্রিয়। এক বেলা না খেয়ে থাকলেও বাঙালিরা কোন অশান্তিতে বসবাস করতে চায় না। তারা সব সময় শান্তিকে থাকতে চায়।

গতকাল শুক্রবার ছিল নতুন বছরের অবরোধমুক্ত প্রথম দিন। তাই সবখানেই ছিল মানুষের আনা-গোনা। রাস্তায় যানজট। যানজটের জন্য মানুষ ভোগান্তিতে পড়েছে- তবুও তারকাছে সে ভোগান্তিও যেনো আনন্দের ছিল!

রাজধানীর কাঁচাবাজার-বিপণিবিতানে উপচেপড়া ভিড়, কর্মমুখর বিভিন্ন প্রতিষ্ঠান, যাত্রীতে পূর্ণ গণপরিবহন। সব মিলিয়ে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী ঢাকা ছিল আর দশটি কর্মব্যস্ত দিনের থেকেও বেশি কর্মচঞ্চল। রাজধানীসহ সারাদেশে রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে ছিল অস্বাভাবিক ভিড়। সড়ক-মহাসড়কে সৃষ্টি হয় ৫২ কিলোমিটারের দীর্ঘ যানজট। রাজধানীতে প্রতিটি সড়কেই ছিল তীব্র যানজট।

উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তাদের চলমান আন্দোলনের অবরোধ কর্মসূচিতে ৪৮ ঘণ্টার বিরতি দেয়। শুক্র ও শনিবার তারা কোন অবরোধ কর্মসূচি রাখেনি। বিএনপি এক বিবৃতিতে বলেছে, জনগণের কথা বিবেচনা করে শুক্রবার ও শনিবার দেশে কোন হরতাল-অবরোধ থাকবে না। রবিবার থেকে তারা আবার লাগাতার অবরোধসহ অন্যান্য কর্মসূচি পালন করবে।

Related Post

এদিকে গতকাল দুপুরের পর থেকেই পার্কগুলোতে ভিড় বাড়তে থাকে নগরবাসীর। মানুষ জরুরি কাজ ছাড়া গত দু’মাস ঘর থেকে বের হতে পারেননি। কারণ কখন পেট্রোল বোমার আক্রমণের শিকার হতে হয় সে ভয়ে মানুষ ঘরের মধ্যে আটকে থেকেছে। গতকাল হঠাৎ করে বিএনপি জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে হরতাল অবরোধ দু’দিনের জন্য প্রত্যাহার করায় সে সুযোগ হয়েছে। আর তাই চন্দ্রিমা উদ্যান, শিশুপার্ক, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শিশু মেলাসহ বিনোদনের স্থানগুলোতেও মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো।

কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ঈদের সময়ের মতো মানুষের ভিড় দেখা গেছে। নাশকতার কারণে গত কয়েক দিন ট্রেনে যাত্রী অর্ধেকে নেমে এলেও গতকাল সব ট্রেনই ঢাকা ছেড়েছে অনেক যাত্রী নিয়ে। ঢাকার বাইরে থেকে আসা ট্রেনগুলোও ছিল যাত্রীতে পূর্ণ। বৃহস্পতিবার রাত থেকেই সদরঘাটসহ দেশের নৌ-টার্মিনালগুলোতে মানুষের উপচেপড়া ভিড় ছিল। গতকাল সকালে ঢাকার বাইরে থেকে আসা লঞ্চগুলোতে প্রচুর ভিড় দেখা গেছে।

এভাবে জনগণ দু’দিনের ছুটি পেয়ে আনন্দে যেনো আত্মহারা। এমন পরিবেশ সারা বছর থাক এমনটাই আশা করছেন দেশের ১৬ কোটি মানুষ। সরকার ও বিরোধী দল উভয়ের কাছে দেশের ১৬ কোটি মানুষের এমনই প্রত্যাশা।

This post was last modified on জানুয়ারী ১১, ২০১৪ 3:42 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

মাইগ্রেনের যন্ত্রণা ও মানসিক চাপ সামলাতে চুমুক দিতে পারেন কয়েকটি উষ্ণ পানীয়ে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাইগ্রেনের ব্যথায় ‘পেনকিলার’ জাতীয় ওষুধ দেওয়া হয়। তবে দীর্ঘদিন ধরে…

% দিন আগে

মার্ক জাকারবার্গের হাতের বিলাসবহুল ঘড়ির দাম কতো জানেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার…

% দিন আগে

উত্তরায় জসীমউদ্দিনে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডোমিনোজ পিৎজা’র ৩৪তম শাখার উদ্বোধন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পিৎজা চেইন এবং দেশের শীর্ষ পিৎজা ব্র্যান্ড…

% দিন আগে

৯ বছর পরে বলিউডে ফিরছেন অন্য এক আদনান সামি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৯ বছর পরে বলিউডে ফিরছেন অথচ অন্য এক আদনান সামি!…

% দিন আগে

রাশিয়া গোপনে চীনে ড্রোন প্রকল্প চালু করলো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য দূর-পাল্লার সামরিক ড্রোন উৎপাদন করতে…

% দিন আগে

‘আসুন স্যার’, থানায় ডেকে নকল আইপিএসকে জামাই আদর করলো পুলিশ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘আসুন স্যার’, থানায় ডেকে নকল আইপিএসকে জামাই আদর করলো পুলিশ!…

% দিন আগে