দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত প্রাণীদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে একই গোত্রের প্রাণীদের মধ্যে, ভিন্ন গোত্রের প্রাণীদের সাথে খুব কমই দেখা যায়। আসুন দেখে নিই হৃদয় ছোঁয়া দশটি ভিন্ন গোত্রের প্রাণীদের অন্য রকম বন্ধুত্বের নিদর্শন যেখানে আবেগ এবং ভালোবাসার কমতি নেই।
বাবলস নামের আফ্রিকান হাতি এবং বেল্লা নামের ল্যাব্রাডরের মধ্যে বন্ধুত্ব দেখলে মন জুড়িয়ে যায়। আমেরিকার সাফারি পার্কে হাতিটিকে আনা হয়েছে আফ্রিকা থেকে আর বেল্লাকে পার্কে স্থান দিয়েছে একজন কন্ট্রাকটর।
২)
বিশাল আকৃতির জিরাফ আর ছোট আকৃতির অস্ট্রিচের মধ্যে বন্ধুত্ব দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। জিরাফটির নাম বি এবং অস্ট্রিচটির নাম উইলা। এদের বাস আমেরিকার বাস্ক গার্ডেনে।
৩)
কুকুর এবং শিয়ালের শত্রুতার কথা কে না জানে। এবার মন জুড়িয়ে নিন একটি কুকু এবং বন্য শিয়ালের বন্ধুত্বের ঘটনা শুনে। নরওয়ের বনে এদের দেখা যায়। কুকুরটির নাম তিন্নি এবং বন্য শিয়ালের নাম স্নিফার।
৪)
কুকুরের বাচ্চা এবং মুরগীর বন্ধুত্বের খবর বলছি এখন। মুরগীর পায়ে ব্যথা পাওয়ার পর যখন ঘরে স্থান দেওয়া হলো, তার জায়গা হলো কুকুরের ছোট বাচ্চাদের সাথে। সেও কিভাবে যেন আপন করে নিলো এবং তাদের উষ্ণতা দিতে লাগলো। চমকপ্রদ ঘটনা বটে।
৫)
তুরস্কের লেক ভ্যান নামক জায়গায় দেখা গিয়েছে বিড়াল এবং শিয়ালের বন্ধুত্ব। এদের বন্ধুত্ব কিভাবে হয়েছে সেটা জানা না গেলেও দুইজনই খুব কিউট এবং প্রানবন্ত।
৬)
আমেরিকার Noah’s Ark Animal Sanctuary তে দেখা যায় অভুতপূর্ব এক দৃশ্য। বাঘ, ভাল্লুক এবং সিংহের বন্ধুত্ব। তারা ছাড়া পেয়েছিলো এক ড্রাগস ডিলারের হাত থেকে। বাঘটির নাম শেরে খান, ভাল্লুকের নাম বাল্লু এবং সিংহের নাম লিও।
৭)
একটি খরগোস এবং হরিণের বন্ধুত্ব ক্যামেরাবন্ধী করেছেন অ্যানিমেল ফটোগ্রাফার তানজা আসকানি। এদের দেখা যায় ডিজনির বামবিতে।
৮)
চিতার মত হিংস্র প্রাণীর সাথে অন্য প্রাণীর বন্ধুত্ব দেখা যায় না বললেই চলে। আসুন জেনে নিই কাসি নামক এক চিতার সাথে তানি নামের ল্যাব্রাডোরের বন্ধুত্বের খবর। এমন অসাধারণ জুটির দেখা মিলবে আমেরিকার বাস গার্ডেনে, যেখাবে তাদের প্রায়ই সবসময়েই এক সাথে দেখা যায়।
৯)
সুরাইয়া নামের ওরাং ওটাং এবং রোসকো নামের হাউন্ড জাতের কুকুরের মধ্যের বন্ধুত্বের ঘটনা বেশ চমকপ্রদ। কুকুরটি অধিকাংশ সময়েই সুরাইয়াকে অনুসরণ করে এবং প্রায়ই সময়েই এক সাথে সময় কাটায়।
১০)
একটি হারিকেনে দুইটি বাঘের বাচ্চা তাদের মা কে আলাদা হয়ে যাওয়ার পর তাদের জায়গা হয় আঞ্জানা নামের এক সিম্পাঞ্জি কেয়ারটেকারের কাছে। সিম্পাজিটি পরম ভালোবাসায় বাঘের বাচ্চা দুইটিকে বরণ করে নিয়েছে। এমন দৃশ্য দেখলে মন ভরে যায়।
তথ্যসূত্রঃ বোরডপান্ডা
This post was last modified on নভেম্বর ১৭, ২০১৪ 10:10 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…