তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ-১৬ (১৩-৭-১২)

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে তথ্য প্রযুক্তির হাওয়া। তাইতো বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি ছাড়া ভাবাই যায় না। আজ তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত সংবাদ-১৬ এ বিশ্বের বেশ কিছু তথ্য প্রযুক্তির খবর তুলে ধরা হলো।

অ্যাপল নিয়ে চীন আবারও বিপাকে

অ্যাপল চীনের বাজারে একের পর এক ধাক্কা খেয়েই চলেছে। প্রোভিউয়ের সঙ্গে আইপ্যাডের ট্রেডমার্ক-সংক্রান্ত সমস্যা মিটতে না মিটতেই আরেক প্রতিষ্ঠান ঝিজেন নেটওয়ার্ক অ্যাপলের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে।

আইফোনের ফিচার সিরির মাধ্যমে এ প্রতিষ্ঠানের পেটেন্ট লঙ্ঘন করা হয়েছে বলে মামলায় জানিয়েছে ঝিনজেন। বিশ্বের বৃহত্তম স্মার্টফোনের বাজার চীনে। এ বাজারে নিজেদের অবস্থান অক্ষুণ্ন রাখতে কিছু দিন আগে চীনা প্রতিষ্ঠান প্রোভিউয়কে ৬ কোটি ডলার দিয়ে সমস্যা মিটিয়েছে অ্যাপল। এর পরের দিনই সিরি নিয়ে মামলা ঠুকে দিল ঝিনজেন।

উইন্ডোজ ৮ ট্যাবলেট আসছে অক্টোবরে

অনেক জল্পনা-কল্পনার শেষে এবার আসতে যাচ্ছে উইন্ডোজ ৮ ট্যাবলেট। স্মার্টফোন ও ট্যাবলেটের বাজারে ক্রমেই আধিপত্য বিস্তার করছে দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান স্যামসাং। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে ট্যাবলেট বানালেও আগামী অক্টোবরে প্রতিষ্ঠানটি উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেট বাজারে আনছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ব্লুমবার্গকে এ তথ্য জানান। মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮ বাজারে আসবে আগামী অক্টোবরে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য আনবে উইন্ডোজ আরটি, এটি উইন্ডোজ ৮-এরই ভিন্ন সংস্করণ। এ অপারেটিং সিস্টেমের জনপ্রিয়তা কাজে লাগিয়ে ট্যাবলেট বানাবে স্যামসাং। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি জানান, স্যামসাংয়ের ট্যাবলেটে ব্যবহার করা হবে এআরএমের প্রযুক্তি।

Related Post

অবশ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট তৈরি এবারই স্যামসাংয়ের প্রথম নয়। এর আগেও প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে ট্যাবলেট তৈরি করে।

এয়ারটেলে নিজের নামে কলার টিউন

এয়ারটেল সম্প্রতি তার গ্রাহকের জন্য নেম টিউনস সেবা চালু করেছে। এর মাধ্যমে এয়ারটেল ব্যবহারকারীরা নিজেদের নাম কলার টিউন হিসেবে সেট করতে পারবেন। এয়ারটেল গ্রাহকের নিজের নাম কলার টিউন হিসেবে সেট করতে ঈঞ হধসব ্‌ ষধহমঁধমব লিখে এসএমএস করতে হবে ৩১২৩ নম্বরে। যেমন গ্রাহকের নাম যদি সুমন হয়, তাহলে ইংরেজি ভাষার জন্য ঈঞ ংঁসড়হঊহম অথবা বাংলা ভাষার জন্য ঈঞ ঈঞ ংঁসড়হইধহ লিখে ৩১২৩ নম্বরে এসএমএস করতে হবে। যদি এয়ারটেল ডাটাবেসে নামটি থাকে, তাহলে তা তাতক্ষণিক কলার টিউন হিসেবে সেট হয়ে যাবে এবং গ্রাহককে কল করলে কলার টিউন হিসেবে গ্রাহকের নাম শোনা যাবে। যদি ডাটাবেসে নাম না থাকে তাহলে গ্রাহককে এসএমএস করে জানিয়ে দেয়া হবে এবং ডাটাবেসে নাম যোগ হওয়ার পর গ্রাহককে আবার এসএমএস করে তা জানানো হবে। যদিও সার্ভিসটির জন্য এককালীন চার্জ দিতে হবে হবে ১০ টাকা (ভ্যাট ছাড়া) এবং সার্ভিসটির মাসিক চার্জ হিসেবে রাখা হবে ৩০ টাকা (ভ্যাট ছাড়া)।

মন ভালো রাখতে ফেসবুক!

মন ভালো থাকলে শরীর এমনিতেই ভালো থাকে। এই সূত্রে ফেসবুকে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিত্ব ও স্বাস্থ্যে পরিবর্তন আসে। সম্প্রতি নতুন এক গবেষণায় এ চমকপ্রদ তথ্যটি উঠে এসেছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের গবেষক দল এক গবেষণার পর জানান, সরাসরি ও অনলাইন দু’ভাবেই যদি মানুষ পরস্পরের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে কমিউনিকেট করে তবে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং স্বাস্থ্যের উন্নতি ঘটানো সম্ভব।

গবেষক থমাস ভ্যালেন্তে বলেন, কেও যদি ধূমপান ও মদপান ত্যাগ করতে চান তবে তার একার পক্ষে কাজটি করা অনেক কঠিন। কিন্তু একটি সোস্যাল সাইটের মাধ্যমে এ বিষয়ক গ্রুপে যোগ দিয়ে সহজেই নিজেকে অনুপ্রাণিত করা সম্ভব। তিনি আরও বলেন, ধরা যাক একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক কর্মক্ষমতায় পরিবর্তন আনতে হবে। সে ক্ষেত্রে প্রথমে জানতে হবে সেখানকার শিক্ষার্থীদের মানসিকতা। এগুলো জানার জন্য ফেসবুকের মতো সোস্যাল সাইটের সাহায্য নেয়া যেতে পারে।

মোবাইল ফোনে গুগল প্লে সুবিধা পাচ্ছেন বাংলাদেশীরাও

গুগল মুঠোফোনে বিনোদন প্রদান করতে একটি চুক্তি সম্পাদনের ঘোষণা দেয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিম্পেলকম লিমিটেডের সঙ্গে। ঘোষিত চুক্তির ফলে বিশ্বের যেসব স্থানে ভিম্পেলের বাজার রয়েছে সেখানে এর গ্রাহকরা মোবাইল ফোনে দারুণ সব বিনোদনের অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।

আর এ সুযোগটি বাংলাদেশীরাও পাবেন। কারণ বাংলাদেশ, পাকিস্তান, রাশিয়াসহ বিভিন্ন দেশে ভিম্পেলকমের বিনিয়োগ রয়েছে। ভিম্পেলকম বিলাইন, কিভস্টার, ডিজুস, উইন্ড, ইনফোস্ত্রদা, মোবিলিংক, লিও, বাংলালিংক, টেলিসেল, ডিজ্জি প্রভৃতি ব্র্যান্ডের আওতায় সেবা প্রদান করে থাকে। গুগলের কোন অ্যাপ কেনা হলে এর দাম ভিম্পেল গ্রাহকদের মোবাইল ফোনের প্রি-পেইড ক্রেডিট থেকে কাটা হবে কিংবা মাসিক প্যাকেজের বিলের সঙ্গে যোগ হবে। এর ফলে গুগল প্লে স্টোরে এক অফারে গুগলের বিভিন্ন প্রযুক্তি পণ্য অ্যাপ্লিকেশন্স, গেমস, বুকস, মিউজিক, মুভিজ প্রভৃতি পাওয়া যাবে। এর গ্রাহকরা গুগলের অনলাইন লাইব্রেরিতে প্রবেশের সুযোগ পাবেন। ভিম্পেল গ্রাহকদের জন্য এ ব্যাপারে একটি ভিম্পেলকম চ্যানেল প্রদান করবে। যেটির সাহায্যে গ্রাহকরা গুগল প্লে স্টোরে নেভিগেট করে ছয় লাখ অ্যাপ্লিকেশনের মধ্য থেকে নিজের পছন্দের অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

গুগলের স্থানীয় প্লে স্টোরের মাধ্যমে ভিম্পেলকম চ্যানেলে স্থানীয় চাহিদা ও প্রেক্ষাপটের আলোকে তৈরি করা অ্যাপ, কনটেন্ট ও সেবাসমূহ পাওয়া যাবে। এ ছাড়া ভিম্পেলকম কম দামের ফোন ইউজারদেরও মোবাইলের মাধ্যমে ওয়েব ব্রাউজিংয়ের সুযোগ করে দিতে অপেরার সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলার ঘোষণা দেয়।

This post was last modified on জুলাই ১২, ২০১২ 2:20 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

চমক দেখাতে আসছে ‘পুষ্পা-২’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা-২’।…

% দিন আগে

পাহাড়ি রাস্তায় লাফিয়ে চলা মেয়েটির ছবিতে কী কী পরিবর্তন আছে তা বলতে পারবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট বেলায় কিশোর পত্রিকার পাতায় আমরা অনেকেই এমন খেলা খেলেছি।…

% দিন আগে

সিলেটের সাদা পাথর: এক অপার প্রাকৃতিক সৌন্দর্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ খৃস্টাব্দ, ১৪ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

গরমে করলার সঙ্গে কয়েকটি খাবার খেলে উপকার পাবেন না: কোন সেই খাবার?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি করলা খেলে সুস্থ থাকে শরীর। তবে সঙ্গে বা…

% দিন আগে

হুমকির মুখে সফটওয়্যার এবং স্টার্টআপ খাতের উদ্যোগ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই বছরের জুন মাসে শেষ হচ্ছে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সার্ভিস…

% দিন আগে

এবার মিউজিক ভিডিওতে তোরসা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহ আবদুল করিম এবং হাসন রাজার ভাটির দেশ থেকে ইট-পাথরের…

% দিন আগে