ধর্মীয় অন্ধত্বের নির্দশন – যাজকের পরামর্শে ঘাস খাচ্ছে মানুষ!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ঈশ্বরের নৈকট্য লাভের জন্য ঘাস খাচ্ছে মানুষজন – এই কথা শুনলেই কেমন অসুস্থবোধ হয়। লেসেগো ড্যানিয়েল নামের এক যাজক তার ধর্মীয় জনসেবায় মানুষকে ঈশ্বরের নৈকট্য লাভের জন্য ঘাস খেতে উদ্বুদ্ধ করেন। ঘটনাটি দক্ষিণ আফ্রিকার।


তিনি তাঁর চার্চের সদস্যদের ঘাস খাওয়া উচিত, এমনকি যদি তারা অসুস্থ হয়ে পড়ে তাও এই চর্চা চালিয়ে যাওয়া উচিত – এরকম বক্তব্য প্রদান করেন। ঐ ঘটনার ছবি অনলাইনে প্রকাশ পাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হলেও তার অনুসারীরা এই ঘাস খাওয়া চালিয়ে যাচ্ছে এখনও।

১)

যাজকের কথায় ঘাস খাচ্ছে চার্চের সদস্যরা। উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের নৈকট্য লাভ!

২)

তারা বিশ্বাস করে এই ঘাস খাওয়ার মাধ্যমে তাদের অসুস্থতাও আরোগ্য হবে।

৩)

Related Post

এই অবস্থায় যাজক লেসেগো চিৎকার করতে থাকেন, তাদের উদ্বুদ্ধ করেন খাওয়া বন্ধ না করে চালিয়ে যেতে। সেইকারণে অনুসারীরা তাদের খাওয়া চালিয়ে যেতে থাকে।

৪)

সে যদিও তাঁর ক্ষমতা দিয়ে অতীত ব্যাখা করতে পারেন না। তবুও তার দম্ভের অন্ত নেই।

৫)

শেষ রক্ষা যদিও হয়নি – ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়েছে অনেকেই। অনলাইনে জমেছে প্রচুর অভিযোগ।

৬)

তাদের বমি করতেও দেখা যায়।

৭)

এই বাজে অবস্থার পরেও তারা এখনও বিশ্বাস করে ঈশ্বরের কৃপায় তারা যেকোন খাবার হজম করে ফেলতে পারবে, সেটা ঘাস হলেও সমস্যা নেই।

৮)


বিভিন্ন রকমের প্রতিবাদের প্রতিক্রিয়া তার দম্ভ কমেনি বরং ঈশ্বর কাজ করছেন বলে জানান তিনি।

যাজক নিজেকে ম্যাজিক ম্যান ভাবেন। যদিও তার ধর্মীয় এই সব কাজ পাগলামী এবং অসুস্থতার পরিচায়ক সেটা সে অনুধাবন করে না। ধর্মীয় অন্ধত্ব মানুষকে কতটা নীচে নামাতে পারে এই ঘটনা তারই একটা বড় প্রমাণ।

তথ্যসূত্রঃ ভিরালনোভা

This post was last modified on জানুয়ারী ১৯, ২০২৩ 4:31 অপরাহ্ন

মাহমুদুর রহমান

Recent Posts

প্রতিদিন ৫ মিনিট যে ব্যায়াম করলেই ঝরবে মেদ! তাহলে বাড়িতেই শুরু হোক শরীরচর্চা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা শরীরচর্চার সময় না পেলেও নিয়ম করে মিনিট পাঁচেক স্কোয়াটে…

% দিন আগে

আইফোনের গেম ইমুলেটর ডেলটা কেনো এতো জনপ্রিয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ডেলটা নামে আইফোনের একটি ইমুলেটর অ্যাপ তৈরি করা হয়েছে।…

% দিন আগে

আরশাদ আদনান শাকিবকে নিয়ে আরও দুটি সিনেমা বানাচ্ছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে আরও দু'টি নতুন সিনেমা…

% দিন আগে

এই ছবির মধ্যে কোথায় ভুল রয়েছে একবার বলুন তো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বুদ্ধি খেলা খেললে ব্রেন আর স্রাফ হয়। তাই এই ধরনের…

% দিন আগে

নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৭ মে ২০২৪ খৃস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

জিভ দেখেও কিন্তু রোগ চেনা যায়! কোন উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে পানির ঘাটতি হলেও জিভ সাদা হয়ে যায়। নিয়মিত…

% দিন আগে