বিমান দুর্ঘটনায় কবলিত হওয়া যাত্রীরা Boeing এর বিরুদ্ধে মামলা করেছে!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ গত বছরের জুনে বিমান দুর্ঘটনায় কবলিত হওয়া এশিয়ানা এয়ারলাইন্সের কিছু যাত্রী বিশ্ববিখ্যাত বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান Boeing এর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছে।


“আমাদের মক্কেলরা বোইং এর তৈরি বিমানে ভ্রমণ করতে যেয়ে বিমান দুর্ঘটনায় ভীষণ আর্থিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আর বিমান তৈরি কোম্পানি হিসেবে বোইং কোন ভাবেই এই দায় এড়াতে পারেনা। এছাড়া আমাদের তদন্তে উঠে এসেছে বোইং এর ঐ বিমানে যান্ত্রিক ত্রুটি ছিল। সুতরাং বোইং কে যাত্রীদের নির্ধারিত ক্ষতিপূরণ দিতে হবে।” কথা গুলো সিএনএনকে ক্ষতিগ্রস্ত যাত্রীদের আইনজীবী Monica Kelly বলেন।

গত বছরের জুলাই মাসের ৬ তারিখ এশিয়ানা এয়ারলাইন্সের ফ্লাইট ২১৪ সান ফ্রান্সিসকো থেকে উড্ডয়ন করতে যেয়ে রানওয়েতে ছিটকে পড়ে এবং ২৯১ যাত্রী নিয়ে ভয়ংকর দুর্ঘটনায় কবলিত হয়। এতে ৩ জন যাত্রী প্রান হারান এবং ১৮৩ জন যাত্রী বিভিন্ন ভাবে আহত হন।

এদিকে ক্ষতিপূরণ মামলায় বলা হয়, বোইং যেহেতু এই বিমান তৈরি করেছে। এবং বিমানের বিশেষ কিছু যান্ত্রিক ত্রুটি পাওয়া গেছে যা তৈরিকারী কোম্পানির অবহেলার কারণ। সেহেতু বোইংকে এই দায় নিতে হবে এবং যাত্রীদের ক্ষতিপূরণ দিতে হবে।

মামলায় ২৯৩ জন যাত্রীর মাঝে ৮০ জন যাত্রী নিজেদের ক্ষতিপূরণ দাবি করে মামলার পক্ষ ভুক্ত হয়েছেন।

Related Post

মামলার নথিতে বলা হয়, বিমান দুর্ঘটনার কারণে আহত যাত্রীদের শারীরিক ক্ষতি অত্যন্ত গুরুত্বর ছিল। যাত্রীরা এখনো মাথা এবং শারীরিক নানান জটিলতায় ভুগছেন। দুর্ঘটনায় কবলিত হয়ে শারীরিক অক্ষমতার কারণে এসব যাত্রী কোন কাজে যোগ দিতে পারেননি ফলে তাদের আর্থিক অবস্থা খারাপ হয়েছে। ফলে বোইংকে এই দায় নিয়ে আহতদের ক্ষতিপূরণ দিতে হবে।

এদিকে বিখ্যাত বিমান কোম্পানি বোইং এর মুখপাত্রের নিকট এই মামলার বিষয়ে তাদের অবস্থান জানতে চাওয়া হয়েছিল। বোইং এর কর্তা ব্যক্তি Doug Alder মিডিয়াকে কোন রূপ মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন বোইং তাদের বক্তব্য আদালতেই জানাবে।

ঘটনা যাই হোক, বোইং বিশ্বের সবচেয়ে বড় বিমান কোম্পানি আর তাদের তৈরি বিমানে করে সারা বিশ্বে ভ্রমণ করছে অসংখ্য মানুষ। সুতরাং বোইং যদি তাদের বিমান তৈরিতে কোন রকম অবহেলা করে তাহলে তাদের অবশ্যই যাত্রীদের ক্ষতিপূরণ দেয়া উচিৎ। মানুষ বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে আকাশ ভ্রমণে বিমানে চড়েন, যাত্রীদের যাত্রা নিরাপদ করা সংশ্লিষ্ট বিমান কোম্পানির একই সাথে এয়ারলাইন্স কোম্পানির দায়িত্ব।

সূত্রঃ Mashable

This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৪ 12:20 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

অনিয়ন্ত্রিত ক্যাফেইন গ্রহণে শরীরের যে ক্ষতি হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের অনেকেরই যখন-তখন চা বা কফি খাওয়ার অভ্যাস রয়েছে। তবে…

% দিন আগে

বছরের অন্যতম সেরা সিনেমা ‘ট্রেন ড্রিমস’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ট্রেন ড্রিমস’ সিনেমার গল্পে জীবন এবং মৃত্যু পাশাপাশি হাঁটে- ঠিক…

% দিন আগে

শীতকালীন ঝড়ে গাজায় চরম মানবিক বিপর্যয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালীন ঝড় এবং অবিরাম বৃষ্টির কারণে ফিলিস্তিনের গাজায় এক ভয়াবহ…

% দিন আগে

হঠাৎ ধরা পড়লো তাসমানিয়ার সৈকতে ওপারফিস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার তাসমানিয়ার এক সৈকতে একজন কুকুরচালক হঠাৎ দেখতে পান একটি…

% দিন আগে

গাছিদের রস সংগ্রহের দৃশ্য

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ৩ পৌষ ১৪৩২…

% দিন আগে

আপনি কেনো খাবেন ছোট মাছ?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোট মাছ যেমন- মলা, কাচকি, পুঁটি, টেংরা, তিনকাটা, খরে ইত্যাদি…

% দিন আগে