দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ছোলা শরীরে শক্তি বাড়ানো ও পেশি সবল করার জন্য ছোলা ভিজিয়ে ভোরে খালি পেটে খাওয়ার প্রচলন বহুদিনের। কিন্তু ছোলায় শক্তি বাড়ানো ছাড়াও ব্রোণ মেছতাসহ মুখের লাবণ্য ফিরিয়ে আনতেও রয়েছে বিশেষ গুণাগুণ।
কুস্তিগীর ও ব্যয়ামবীর এমনকি জমিদারের অনেকেই পাইক-পেয়াদারাও ছোলা ভিজিয়ে খেতেন। ছোলায় রয়েছে শারীরিক শক্তি ফিরিয়ে আনার ক্ষমতা। এ কারণে সারাদিন বিশেষ করে রোজার শেষে ইফতারিতে ছোলা খাওয়ার প্রচলন রয়েছে।
শরীর শক্তিশালী করা ছাড়াও শরীর পরিষ্কার করতেও ছোলা ব্যবহার করা হয়। ছোলা বা মটর ডালের বেসন পানিতে মিশিয়ে সাবানের মতো গায়ে মেখে গোসল করলে শরীর পরিচ্ছন্ন হয়।
# ভেষজবীদদের মতে, সোলা দিয়ে এভাবে গোসল করলে ত্বকের লাবণ্য বাড়ে।
# ছোলার খোসা সেদ্ধ করে খেলে রক্তপিত্ত রোগও ভালো হয়।
# একমুঠো ছোলা একরাত ভিজিয়ে রেখে আধা কেজি পানিতে সেদ্ধ করতে হয়। তারপর সেই সেদ্ধ পানি ঠাণ্ডা করে দিনে ৩/৪ বার খেলে রক্তপিত্ত রোগ উপশম হয়।
# ব্রোণের দাগ ও মেছতার কারণে অনেকেই অস্বস্থিতে ভোগেন। এক্ষেত্রে ছোলা ভিজিয়ে বেটে মুখে কয়েকদিন মাখলে ব্রোণের দাগ উঠে যায়। মাস খানেক ব্যবহার করলে মেছতার দাগও বিলিত হয়।
# এই আমলেও রূপ সচেতন অনেক মহিলাই ফেসপ্যাক হিসেবে ছোলা বাটা ব্যবহার করেন। এতে ত্বকের লাবণ্য বাড়ে। ত্বক টানটান হয়। চোখের নীচে কালো দাগ পড়লে সেটি উঠে যায়।
# শৈশব থেকে যাদের স্বাস্থ্য খারাপ কিংবা শরীরে পর্যাপ্ত শক্তিবোধ করেন না তারা নিয়মিত ছোলা খেলে শক্তি বোধ করবেন।
# পেটে বদ হজমের কারণে অনেকের গায়ের রং কালো হয়ে যায়। এক্ষেত্রে পরিষ্কার পানিতে ছোলা সেদ্ধ করে সেই পানি খেতে হবে। এতে গায়ের রংয়ের কালচে ভাব কেটে যাবে।
This post was last modified on জুলাই ৪, ২০২৪ 11:42 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ১১ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিত্সকরা জানিয়েছেন, নিয়মিতভাবে বাইরের তেল-মশলাদার খাবার খাওয়ার অভ্যাসের কারণে বেড়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মহার এবং পারিবারিক মূল্যবোধ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রগুলো। শুধু তাই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতে জম্মু ও কাশ্মীরের অন্যতম পর্যটন কেন্দ্র পেহেলগামে এক সন্ত্রাসী…
View Comments
সুন্দর ধারনা
Amar skin problem,mokhe onek bron tar jonno ami ki korbo