দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তার পদে থেকে সরিয়ে পররাষ্ট্রমন্ত্রী করার চিন্তা-ভাবনা করছে সরকার। সে কারণে রংপুরের প্রধানমন্ত্রীর ছেড়ে দেয়া আসনে তাকে দিয়ে নির্বাচন করানো হচ্ছে।
আইনগত কারণে তাকে স্পিকারের পদ থেকে সরে যেতে হচ্ছে। তবে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হতে পারে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি মনোনয়নপত্র নিয়েছেন। গতকাল সোমবার রংপুর থেকে তার পক্ষে মনোনয়নপত্র তোলাও হয়েছে বলে জানা গেছে।
ওই আসনে উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদৎ হোসেন বকুল ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল হক বাবলু। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত রোববার রংপুর-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর আগামী ২০ ফেব্রুয়ারি রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ভোট গ্রহণ হবে।
সে ক্ষেত্রে স্পিকার পদে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুকে দেখা যেতে পারে এমন কথা শোনা যাচ্ছে। তবে এ নিয়ে ক্ষমতাসীন দলের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা রয়েছে। শেষ পর্যন্ত মতিন খসরুকে স্পিকার করা না হলে এ পদে বিশ্বস্ত অন্য কেও আসতে পারেন। এছাড়াও স্পিকার পদে বর্তমান ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, সাগুফতা ইয়াসমীন এমিলিসহ অনেকের নামও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হচ্ছে না। ফলে অনেকটা বাধ্য হয়ে শিরীন শারমিনকে বাদ দিয়ে নতুন কাওকে স্পিকার করতে হবে। কারণ স্পিকার হতে হলে তাকে সংসদ সদস্য হতে হয়। এমন একটি আইনি জটিলতা দেখা দেওয়ায় স্পিকার পরিবর্তনের প্রশ্ন এসেছে।
This post was last modified on জানুয়ারী ২১, ২০১৪ 12:17 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…