দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রাজিলের শহর Sao Paulo তে আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪ কে সামনে রেখে অসংখ্য সাধারণ জনগণ বিক্ষোভে অংশ নিচ্ছে। সর্বশেষ বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনতাকে গ্রেফতার করেছে পুলিশ।
ব্রাজিলের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে Sao Paulo শহরের রাস্তায় বিক্ষোভরত অবস্থায় তারা বেশ কিছু বিক্ষোভকারীকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এরা Sao Paulo এর রাস্তায় আইন অমান্য করে আগুন লাগিয়ে জনসম্পদ নষ্ট করছিল।
ব্রাজিলের বিক্ষোভকারীদের দাবি হচ্ছে দেশের অর্থ ব্যায় করে অপ্রয়োজনীয় বিশ্ব ক্রীড়া আসর দেশে আয়োজন না করার। তারা দাবি করছে বিশ্বকাপকে সামনে রেখে Sao Paulo শহরে হতে যাওয়া শহরের ৪৬০ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বাড়তি ব্যায় কমিয়ে আনা।
Sao Paulo শহরের রাস্তায় অসংখ্য বিক্ষোভকারীকে দেখা যায় যারা রাস্তায় নেমে এসে মিছিল করতে থাকে এবং শ্লোগান দিতে থাকে “এখানে কোন বিশ্বকাপ নয়। ফিফা ফিরে যাও ব্রাজিল থেকে বিশ্বকাপ অন্যত্র সরিয়ে নাও।”
বিক্ষোভকারীরা বলছে তারা মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় বন্ধ করতে চায়। ব্রাজিলের এই অর্থ সমাজসেবা মূলক কাজে ব্যায় করা হোক। এছাড়াও দেশে নানান ভাবে দুর্নীতি হচ্ছে এসব দুর্নীতিও বন্ধ করা হোক।
শনিবারের শান্তিপূর্ণ বিক্ষোভ হঠাৎ অশান্ত হয়ে উঠলে পুলিশ গুলি ছুড়ে অবস্থা নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়। কিছু কিছু বিক্ষোভকারী পুলিশের গাড়িতে আগুন দেয়ার চেষ্টা করে। এছাড়াও সাধারণ গাড়িতে তারা অগ্নিসংযোগ করে এবং দোকান পাঠ ভাংচুর করে।
বিক্ষোভ সর্বত্র ছড়িয়ে পড়লে দ্রুত পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করতে বাধ্য হয়। Natal এর বিশ্বকাপ স্টেডিয়ামের খুব কাছে থেকেও ১৫ জন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যায় পুলিশ!
ব্রাজিলে বিগত বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে বিশ্বকাপ আয়োজন বন্ধের দাবীতে। তবে যত এগিয়ে আসছে বিশ্বকাপের সময় বিক্ষোভ ততোই বেশি জোরদার হচ্ছে। ফিফা বিক্ষোভের বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি।
সূত্রঃ বিবিসি