দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গতকার কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের প্রধান শাখায় সুড়ঙ্গ কেটে ভল্ট থেকে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা লুটের ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপকসহ এ পর্যন্ত ১৬ জনতে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় ইতিমধ্যেই দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলার সদরের ঈশা খাঁ রোডে সোনালী ব্যাংকের ওই শাখা থেকে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা লুট হওয়ার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ব্যবস্থাপকসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ। বর্তমানে ব্যাংকের ওই শাখায় সকল প্রকার ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম বলেছে, প্রায় ১০০ ফুট সুড়ঙ্গ তৈরি করতে অন্তত এক সপ্তাহ সময় লাগার কথা। গত শুক্রবার কিংবা শনিবার রাতের কোনো এক সময়ে চুরি করে সুড়ঙ্গ দিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাংকের ভল্টে একাধিক সিন্দুক ও আলমারি রয়েছে। ভল্টে ২৫ কোটি টাকার বেশি গচ্ছিত না রাখার নিয়ম থাকলেও এই শাখার ভল্টে অনেক বেশি টাকা রাখা হয়। সিন্দুক ও আলমারির বাইরে আরও টাকা রাখা ছিল। বাইরের সব টাকাই লুট হয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে নজরদারিতে রাখা হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার বিকেলে ব্যাংকের ভল্ট খোলার পর লকার খোলা দেখে পুলিশে খবর দেন ব্যাংক কর্মকর্তারা। এর পরই পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শন গিয়ে ভল্ট রুমে একটি সুড়ঙ্গের সন্ধান পান তারা। বাইরে থেকে সুড়ঙ্গ করে ভল্ট থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।