দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা গৌরিপুর জংশন নিয়ে চলচ্চিত্র করছেন তাঁরই সহধর্মিনী শাওন।
২০০৮ সালে শাওনের জন্যই ‘গৌরীপুর জংশন’ চলচ্চিত্রের গল্প লিখেছিলেন হুমায়ূূন আহমেদ। এই পাণ্ডুলিপি দিয়েই চলচ্চিত্র নির্মাতা হিসেবে শাওনকে সুযোগ দিতে চেয়েছিলেন হুমায়ূন আহমেদ। কিন্তু নানা ব্যস্ততার কারণে তখন এটি নির্মাণ করতে পারেননি শাওন। এখন সেই ‘গৌরীপুর জংশন’ নিয়েই চলচ্চিত্র নির্মাণ করবেন শাওন।
শাওন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এ জন্য সব মিলিয়ে প্রায় বছর খানেকের প্রস্তুতি প্রয়োজন রয়েছে। সব ঠিক থাকলে এ বছরের নভেম্বরে ‘গৌরীপুর জংশন’-এর নির্মাণ কাজ শুরু করবেন তিনি।
শাওন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘লম্বা প্রস্তুতির অন্যতম কারণ দুই ছেলে। আমার হাতে হুমায়ূন আহমেদের দুটি চলচ্চিত্রের পাণ্ডুলিপি রয়েছে। এগুলোর মধ্যে ‘গৌরীপুর জংশন’টি আগে শুরু করব। এরপর হুমায়ূন আহমেদের ২০০৫ সালে লেখা ‘নির্বাসন’। এটি তারই নির্মাণ করার কথা ছিল।’
অপরদিকে শাওন জানিয়েছেন তিনি চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি হুমায়ূন আহমেদের অসমাপ্ত কাজগুলো শেষ করবেন। এর মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জোছনা ও জননীর গল্প’ নিয়ে নতুন করে কাজ শুরু করবেন তিনি। হুমায়ূন আহমেদ বেঁচে থাকতে বিটিভির জন্য নাটকটির ২৬ পর্বের কাজ শেষও করেছিলেন। কিন্তু তখন লালন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে তিনি আর এটি নির্মাণ করেননি- এমন কথায় সংবাদ মাধ্যমকে জানালেন শাওন। হুমায়ূন আহমেদ নাটকটির যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করবেন শাওন।
ছবির কাজও যত শীঘ্রই সম্ভব শুরু করবেন। এ বিষয়ে তিনি মিডিয়ার সহযোগিতা কামনা করেন শাওন।