দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দিল্লীর মাওলানা মোহাম্মদ জামশেদের আম বয়ানের মাধ্যমে আজ শুক্রবার ফজরের পর শুরু হয়েছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা।
আজ ফজরের পর থেকেই বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা ইজতেমা স্থলে আসা শুরু করেন। ৪ দিন বিরতি দিয়ে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে ৪৯তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী দ্বিতীয় পবের্র ইজতেমা শুরু হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার জোহরের নামাজের পূর্বে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তী ঘটবে এ বছরের বিশ্ব ইজতেমার। গত শুক্রবার শুরু হয় প্রথম পর্ব এবং রবিবার জোহরের নামাজের আগে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
আজ শুক্রবারও বিভিন্ন স্থান থেকে মুসল্লীরা ইজতেমা স্থলে আসছেন। তাদের মূল উদ্দেশ্য বিশাল জুমার নামাজে শরীক হওয়া। শনিবার ও রবিবার বিভিন্ন দেশের বুজুর্গদের বয়ানে মুখরিত থাকবে টঙ্গীর ইজতেমা স্থল। রবিবার আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে এ বছরের বিশ্ব ইজতেমা। বাংলাদেশসহ বিশ্ব সম্প্রদায়ের শান্তি ও সমৃদ্ধি কামনা হবে এই ইজতেমার একটি বড় উদ্দেশ্য। মহান রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান তুরাগ তীরে সমবেত হচ্ছেন।
উল্লেখ্য, জনস্রোতের কারণে গত কয়েক বছর ধরেই বিশ্ব ইজতেমাকে দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। প্রথম পবে ৩২টি জেলা এবং দ্বিতীয় পর্বে ৩২টি জেলা এই ইজতেমায় অংশ নিয়ে থাকেন। তবে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত বিরতি থাকলেও তকলিব জামায়াতের বহু মুসল্লী সেখানেই অবস্থান করছেন। দ্বিতীয় দফায় আখেরী মোনাজাতে অংশ নিয়ে তবেই ফিরবেন নিজ নিজ জেলায়।