দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের চার পাশে কত কিছুই না অবহেলায় পড়ে থাকে, তবে এসব জিনিস যে শিল্পের কাজে আসে তাঁর প্রমান করলেন শিল্পী Jane Perkins। তিনি কুঁড়িয়ে পাওয়া জিনিস দিয়েই তৈরি করেছেন বিখ্যাত সব ছবির প্রতিরূপ!
Perkins uses হচ্ছেন ব্রিটেনের নাগরিক, তিনি এমন এক শিল্পী যিনি কুঁড়িয়ে পাওয়া বোতাম, প্লাস্টিকের খেলনা, প্লাস্টিকের টুকরা ইত্যাদি দিয়ে তৈরি করতে পারেন অসাধারণ সব ছবি। তিনি কুঁড়িয়ে পাওয়া জিনিস দিয়ে ঐতিহাসিক এবং বিখ্যাত সব ছবির প্রতিরূপ তৈরি করেছেন। এসব প্রতিরুপের মাঝে আছে মোনালিসা, আলবার্ট আইনেস্টাইন, নেলসন ম্যান্ডেলা, মেরিলিন মনরো সহ আরও অনেকেই।
জেনে নিনঃ বিশ্বের সবচেয়ে রোমান্টিক দ্বীপসমূহের বিষয়ে!
পুরোন জিনিস পুণর্ব্যবহার করে কিভাবে প্রয়োজনীয় কিছু বানানো যায়, তার একটা বড় মাপের উদাহরণ হিসেবেই Perkins uses নিজের এই শিল্প সমূহ উপস্থাপন করেছেন। আমরাও আমাদের আশেপাশে থাকা ফেলনা জিনিসের ব্যবহার করার মাধ্যমে সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে পারি। বিশেষ করে বাংলাদেশে অসংখ্য পুনঃব্যবহার উপযোগী জিনিস প্রতিদিন বিভিন্ন ভাবে নষ্ট হচ্ছে। এসব জিনিস পুনঃব্যবহারের মাধ্যমে সাশ্রয় করা যেতে পারে বিপুল পরিমাণ অর্থের।
চলুন দেখে নেনা যাক Perkins uses ফেলনা জিনিসের ব্যবহার করে যেসব শিল্প তৈরি করেছেনঃ
১)
২)
৩)
৪)
৫)
৬)
সূত্রঃ Boredpanda