দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সপ্তম জাতীয় বিজ্ঞান মেলায় ধানমন্ডির হলি ফ্লাওয়ার স্কুলের সপ্তম শ্রেণীর তিন শিক্ষার্থী বিশেষ চোর ধরার যন্ত্র প্রদর্শন করেছেন। তাদের এই যন্ত্র ঘরে সন্দেহ জনক কেউ এলে মালিককে ফোন করে জানিয়ে দিতে সক্ষম।
সমগ্র বাংলাদেশ থেকে আসা অসংখ্য ক্ষুদে বিজ্ঞানীরা সপ্তম জাতীয় বিজ্ঞান মেলাকে করে তুলে বিজ্ঞানের দ্যুতিতে উজ্জ্বল। নানান বিজ্ঞানের আবিষ্কারে শিক্ষার্থীদের তৈরি এমন সব চমক লাগানো উদ্ভাবনী যন্ত্র ও নতুন নতুন ভাবনার প্রকল্প নিয়ে জমে উঠে বিজ্ঞান মেলা। প্রত্যেকে নানান বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কারের মাধ্যমে নিজেদের মেধার প্রকাশ করতে সচেষ্ট ছিল। সেরকম ৩ জনের একটি দল আসে ঢাকায় ধানমন্ডির হলি ফ্লাওয়ার স্কুল থেক। এ দলের আবিষ্কার হচ্ছে বিশেষ স্মার্ট চোর ধরার যন্ত্র।
ধানমন্ডির হলি ফ্লাওয়ার স্কুলের তিন ছাত্রের তৈরি চোর ধরার যন্ত্রটি মূলত ৫ টি ডিভাইসের সমন্বয়। যা এক সাথে ছবি তুলতে, ফোন কল করতে এবং ফেসবুক এবং স্কাইপে বার্তা পাঠাতে সক্ষম। তিন ক্ষুদে বিজ্ঞানির একজন নাজমুস সাকিব বলেন,”আমাদের তৈরি এই যন্ত্র বাড়ির সবার ছবি তুলে তাদেরকে চিহ্নিত করে রাখতে সক্ষম এবং তারা ছাড়া যদি বাড়িতে অন্য কেউ প্রবেশ করে সাথে সাথে মালিকের মোবাইলে ফোন কল করার মাধ্যমে বিষয়টি জানিয়ে দিতে সক্ষম।”
সম্পূর্ণ যন্ত্রে রয়েছে ৫ টি ক্যামেরা যা ছবি ও ভিডিও ধারন করতে সক্ষম। এসব ভিডিও ফুটেজ যন্ত্রেই জমা থাকবে এবং প্রয়োজনে এসব ফেসবুক কিংবা স্কাইপে পাঠানো যাবে তাৎক্ষণিক। যদি যন্ত্রে স্থানীয় থানার পুলিশের নাম্বার দেয়া থাকে তাহলে এটি বাড়িতে সন্দেহ জনক মানুষের আগমনে মালিককে ফোন করার পাশাপাশি থানায়ও ফোন করে জানিয়ে দিতে সক্ষম।