Categories: সাধারণ

রায় হয়নি মঞ্জুর হত্যা মামলার: ২৭ ফেব্রুয়ারি অধিকতর শুনানি শুরু হবে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ বহুল আলোচিত মঞ্জুর হত্যা মামলার রায় হয়নি। বিচারক পরিবর্তন হওয়ায় নির্ধারিত তারিখ অনুযায়ী আজ সোমবার ১০ ফেব্রুয়ারি এ রায় ঘোষণার কথা থাকলেও হয়নি। নতুন বিচারক পুনরায় শুনানির দিন ধার্য করেছেন ২৭ ফেব্রুয়ারি।


জানা যায়, রায়ের তারিখ থাকায় বেলা সোয়া ১টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ আদালতে উপস্থিত হন। এসময় তার সঙ্গে ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও এরশাদের ভাই জি এম কাদের। এর আগে জাতীয় পার্টির নেতাকর্মী আদালতে উপস্থিত হন।।

এই মঞ্জুর হত্যা মামলার বিচারক হোসনে আরা আক্তারকে বদল করে নতুন বিচারক নিয়োগ দেয়া হয়। এই মামলায় নতুন বিচারক খন্দকার হাসান মাহমুদ ফিরোজ।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওই ঘটনার পর চট্টগ্রামে সেনাবাহিনীর ২৪তম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার স্টাফ (জিওসি) মোহাম্মদ আবুল মঞ্জুর পুলিশের হাতে আটক হন। পুলিশ হেফাজত থেকে ১ জুন চট্টগ্রাম সেনানিবাসে নেয়ার পর তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার ১৪ বছর পর ১৯৯৫ সালে ২৮ ফেব্রুয়ারি নিহত মঞ্জুরের ভাই আইনজীবী আবুল মনসুর আহমেদ চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। ১৯৯৫ সালের ২৭ জুন এরশাদসহ ৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। এরপর গত ২২ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত (অস্থায়ী) আদালতের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা আক্তার ১০ ফেব্রুয়ারি রায়ের তারিখ নির্ধারণ করেন।

This post was last modified on ফেব্রুয়ারী ১০, ২০১৪ 3:13 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

এখন থেকে বড় পর্দায় দেখা যাবে রাতের স্বপ্ন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…

% দিন আগে

রাজবাড়ী বড় মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…

% দিন আগে

পুষ্টিবিদরা যা বলেন: সুজি খাওয়া উপকারী নাকি ক্ষতিকর?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…

% দিন আগে

বাংলা এবং হিন্দিতে ‘দরদ’-এর ট্রেলার ও গান প্রকাশ [ট্রেলার]

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…

% দিন আগে

মুরগির লেগপিস প্রতিদিন খাওয়া কী ভালো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…

% দিন আগে

উপদেষ্টা নাহিদকে নিয়ে নানা অপপ্রচার: সাবধান করেছেন সমন্বয়ক মাসউদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…

% দিন আগে