দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কলা একটি পুষ্টিকর খাদ্য। এটি অনেকের কাছেই অনেক প্রিয় একটি ফল। কলার গুণাগুণ অনেক। এই কলা শুধু পুষ্টিতেই নয়, সৌন্দর্য চর্চায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। ত্বক পরিচর্যায় কলাতে রয়েছে বিশেষ গুণ।
বিখ্যাত প্রশাধন কোম্পানি বডি কাপের বছরে কলার চাহিদা আড়াই লাখ। ইংল্যাণ্ডে মিট ও সুইট প্রতিষ্ঠান তাদের লিপ বাম, সাবান, শ্যাম্পু ও কণ্ডিশনার তৈরিতে কলা ব্যাপক ব্যবহার করে থাকে।
গুয়েতেমালার নারীরা কলা ভর্তা করে তা লাগিয়ে ত্বকের মরা কোষ বিদায় করে। এভাবে কলাতে রয়েছে বহু গুণাগুণ। আসুন এই কলার গুণাগুণ গুলো জেনে নেই।
# কলা কেটে স্লাইচ করে মুখের উপরে বিছিয়ে নিন এবং শুয়ে থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। ত্বক টেনে নেবে প্রয়োজনীয় তেল ও ভিটামিন।
# ম্যারম্যারে চুল অনেকেরই খারাপ লাগে। পাকা কলা দিয়ে এর সঙ্গে সামান্য তেল দিয়ে চটকে চুলে ম্যাসেজ করে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে শ্যাম্পু করে কণ্ডিশনার ব্যবহার করুন।
# মুখে মাক্স হিসেবে কলা ব্যবহার করতে পারেন। এর জন্য কলার সঙ্গে মূলতানি মাটি ভালো করে পেস্ট করে মুখে লাগাতে হবে। এটা ত্বকের পরিষ্কার করার পাশাপাশি ত্বক তাজা করে তুলবে।
# হাত দুটি আকর্ষণীয় করার জন্য কলার সঙ্গে সামান্য মাখন মিশিয়ে চটকে হাতে ভালো করে ম্যাসেজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। কলায় রয়েছে ভিটামিন, পটাশিয়াম, ক্যালশিয়াম এবং ম্যাগনাজিম। কলায় প্রচুর পরিমাণে আয়রণ আছে। তাই শরীরের সব পুষ্টির জন্য কলার উপর নির্ভর করা যায়।