দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল প্রতীক্ষার পরে অবশেষে নোকিয়া বিশ্ব মোবাইল কংগ্রেসেই ঘোষণা করতে যাচ্ছে তাদের এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন Normandy “Nokia X” তৈরির কথা, এমনটাই জানিয়েছে The Wall Street Journal
নোকিয়া মোবাইল ফোন বাজারের এককালের সবচেয়ে প্রভাবশালী নাম। তবে বর্তমান এন্ড্রয়েড, আইফোন কিংবা স্যামসাং এর স্মার্টফোন সমূহের মাঝে নোকিয়া তার আগেই প্রতাপ ধরে রাখতে পারেনি। বিভিন্ন ভাবে স্মার্টফোনের বাজার ধরার চেষ্টা করেও নোকিয়া ব্যর্থ হয়। সর্বশেষ যেসকল নোকিয়া ভক্ত আশায় ছিলেন নোকিয়া এন্ড্রয়েড ভার্সনের স্মার্টফোন বের করবে তাদের আশায় বালি ছিটিয়ে নোকিয়া মাইক্রোসফট কর্পোরেশনের সাথে চুক্তি করে। নোকিয়া এবং মাইক্রোসফট এক যোগে বের করে উইন্ডোজ ফোন! তবে নোকিয়ার উইন্ডোজ ফোন বাজারে সফলতার মুখ দেখেনি বলাই চলে।
বিশ্ব মিডিয়ার দেয়া তথ্য মতে অবশেষে নোকিয়া স্মার্টফোনের বাজার ধরতে জনপ্রিয় এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে ফেব্রুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব মোবাইল কংগ্রেসে ২৪ ফেব্রুয়ারি নোকিয়া নিজেদের সংবাদ সম্মেলনের তারিখ নির্ধারণ করেছে। ধারণা করা হচ্ছে ২৪ ফেব্রুয়ারি নোকিয়া ঘোষণা দেবে তাদের নয়া এন্ড্রয়েড স্মার্টফোনের।
নোকিয়ার নতুন এই স্মার্টফোন মূলত “Normandy” নামে একটি কাস্টমাইজ এন্ড্রয়েড ডিভাইস, এটি একই সাথে এন্ড্রয়েড এবং নোকিয়ার নিজেদের তৈরি অ্যাপ চালাতে সক্ষম হবে। নোকিয়ার এই “Normandy” কাস্টমাইজ এন্ড্রয়েড ডিভাইসের নাম হবে “Nokia X”।
নোকিয়া এক্স এর মূল্য রাখা হবে সাধারণ গ্রাহকদের ক্রয় ক্ষমতার মাঝে। এর ইন্টারনাল মেমোরি হবে ৪ গিগা বাইটস এবং র্যাম হবে ৫১২MB! এটি দেখতে অনেকটা নোকিয়ার লুমিয়া মডেলের মত হলেও এর মেন্যু বাটনে আনা হয়েছে বৈচিত্র্য। নোকিয়ার এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন পেতে আগ্রহীদের আপাতত ফেব্রুয়ারির ২৪ তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
ধন্যবাদান্তেঃ Theverge