দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল আলোচিত চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় মানিকগঞ্জের আদালত ২ আসামী গাড়ির চালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
মানিকগঞ্জে চলন্তবাসে গার্মেন্টসকর্মীকে ধর্ষণ মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করার সঙ্গে তাদের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলার মূল আসামি শুভযাত্রা পরিবহনের চালক দিপু মিয়া ও হেলপার আবুল কাসেমের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ একেএম মোস্তফা দেওয়ান।
মামলার আসামি পক্ষে মামলা পরিচালনা করেন – অ্যাডভোকেট মহিউদ্দিন ও অ্যাডভোকেট আবুল হোসেন।
এর আগে ৯ ফেব্রুয়ারি মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতে শুনানি শেষে রায় ঘোষণার জন্য আজকের এইদিনকে ধার্য করেছিলেন বিচারক।
উল্লেখ্য গতবছর ২৪ জানুয়ারি সাভারের কর্মস্থল থেকে গ্রামের বাড়ি রাজবাড়ি যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কে (শুভযাত্রা পরিবহন) চলন্ত বাসে নারী পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হন। এ ঘটনায় চালক দিপু মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরে ওই বাসের হেলপার আবুল কাশেমকে পুলিশ আটক করে। এরা দুজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ভারতে বাসে ধর্ষণ ঘটনায় যখন বিশ্বজুড়ে তোলপাড় সে সময় বাংলাদেশে এমন ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। যে কারণে খুব দ্রুততম সময়ে মামলার চার্জসিট দেওয়া হয়।