দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টেস্ট এবং টি২০ ম্যাচ শেষে আজ সোমবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলংকার মধ্যকার চলমান সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। আজকের ওয়ানডে ম্যাচ’কে নিয়ে বাংলাদেশ দল অনেকটা প্রত্যয়ী।
শ্রীলংকার সাথে এই সফরেই শেষ হওয়া দুই টি২০ ম্যাচে বাংলাদেশ দারুন খেলে হেরে গেছে, যা টি২০ ফর্মেটের সেরা কোন দলের সাথে অত্যন্ত ভাল সাফল্য হিসেবেই মনে করছেন টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছে দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে জানান, “টি২০ ম্যাচে আমি নিজে খেলতে না পারলেও নিয়মিত আমি সকল খবরা খবর রেখেছি। সম্পূর্ণ খেলা আমি দেখেছি। বাংলাদেশ দারুন খেলেছে, এই ধারাবাহিকতা বজায় থাকলে আমরা অবশ্যই আসন্ন টি২০ বিশ্বকাপে ভাল কিছু করতে পারব।”
মুশফিকুর রহিম আরও বলেন, “আমি চোটের জন্য যদিও টি২০ খেলতে পারিনি তবে এক দিনের ম্যাচ খেলতে পারব। অবশ্য চোট এখন সম্পূর্ণ সারেনি। তবে হালকা চোট নিয়ে অনেক দিন খেলেছি অভ্যাস হয়ে গেছে, আমি প্রথম একদিনের ম্যাচ থেকে মাঠে থাকব।”
দলীয় সূত্র থেকে জানা গেছে, যদিও মুশফিকুর রহিম মাঠে নামবেন, তবে তিনি নিয়মিত উইকেট রক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন না। মুশফিকুর রহিমের বদলে উইকেট রক্ষক হিসেবে থাকছেন এনামুল হক বা শামসুর রহমান।
দলের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে অবশ্য তামিম ইকবালের ঘাড়ের চোট নিয়ে প্রথম ওয়ানডেতে খেলা অনিশ্চিত, তবে শেষ মুহূর্ত পর্যন্ত তামিমের জন্য অপেক্ষায় থাকবে বাংলাদেশ। শেষ পর্যন্ত তামিম খেলতে না পারলে তামিমের যায়গায় উদ্বোধন করবেন এনামুল।
ঢাকার বিরূপ আবহাওয়ার কারণে প্রথম ওয়ানডে খেলা সময় মত অনুষ্ঠিত হওয়া নিয়ে দ্বিধা রয়েছে। তবে আবহাওয়া অফিসের সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টি হলেও দুপুরের পরে হয়ত রোদ উঠতে পারে। সে ক্ষেত্রে মিরপুরের উন্নত মাঠ ব্যবস্থাপনা দ্রুত খেলা শুরু করার জন্য যথেষ্ট।
This post was last modified on ফেব্রুয়ারী ১৭, ২০১৪ 2:52 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গত কয়েক দিন ধরে, নিউ সাউথ ওয়েলস (অস্ট্রেলিয়া) এবং দ্বীপ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চীনা বিজ্ঞানীরা দাবি করেছেন, তারা এমন একটি কৃত্রিম চিপ উদ্ভাবন…