দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০১৪ খৃস্টাব্দ, ৮ ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ, ১৯ রবিউস সানি ১৫৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
বাংলাদেশের গ্রামে এখনও এমন অনেক পরিবার রয়েছে যেখানে এক মুঠো ভাত আর তরকারি জুটাতে হিমশিম খেতে হয়। ছবিটি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার তীর ঘেষা একটি চরের। এই মহিলা সকালে মুলার মাঠ থেকে মুলা তুলে ঘরে ফিরছেন। গ্রামের সহজ-সরল এই মহিলার ৫ মেয়ে ও ১ ছেলে। এক মেয়ে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন। ঘরে তরকারি নেই- তাই অপরের ক্ষেতের মুলা ও কলার মোচাই তার একমাত্র সম্বল!
দি ঢাকা টাইমস্-এর ক্যামেরায় ধরা পড়ার সময় তিনি জানালেন, ‘এই তরকারিই তেল ছাড়া রান্না করে খাওয়াতে হবে সন্তানদের।’
গ্রামের মানুষদের এমন অভাব-অনটন দূর করতে সকলের এগিয়ে আসা উচিত। তাহলে হয়তো একদিন এই বাংলাদেশের কারও মুখ থেকে এমন অনটনের কথা শুনতে হবে না। সেই শুভ দিনের প্রত্যাশা আমাদের সকলের।