দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০১৪ খৃস্টাব্দ, ৯ ফাল্গুন ১৪২০ বঙ্গাব্দ, ২০ রবিউস সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজ মহান একুশে। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে এদেশের ছাত্র-জনতা অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন। আজ সেই মহান ভাষা আন্দোলনের স্মরণীয় দিন। বায়ান্নর ভাষা আন্দোলন ছিল মাতৃভাষার অধিকারের আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার আন্দোলন। এদেশের ছাত্র-জনতা সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন বাঙালিরা সব কিছু পারে। নিজ অধিকার আদায়ের জন্য বাঙালিরা রক্ত দিতেও দ্বিধা বোধ করে না।
সেই সৌর্য-বির্যের বাঙালি জাতি আজ যথাযোগ্য মর্যাদায় পালন করছে মহান একুশে ফেব্রুয়ারি। আজকের এই দিনটি শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।
আমরা আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান একুশের এই দিনে শহীদদের জানাচ্ছি গভীর শ্রদ্ধা। মহান একুশে অমর হোক।