দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় মোবাইল গেম Angry Birds। সম্প্রতি এই গেমের নতুন সংস্করণে বিশেষ নতুনত্ব নিয়ে এলো এর প্রতিষ্ঠাতা Rovio। এবার পাখিদের অভিযান চলবে পানিতে আর মুক্ত করতে হবে তাদের নতুন বন্ধু ডলফিনদের।
Angry Birds Rio Google Play Link: href=”https://play.google.com/store/apps/details?id=com.rovio.angrybirdsrio&hl=en
Angry Birds Rio এর নতুন সংস্করণে মোট বিশটি লেভেল রয়েছে। এর মধ্যে ছয়টি লেভেল ব্রাজিলের রিও ডি জেনেরিওর হার্বার বন্দরের আদলে তৈরি করা হয়েছে।
Angry Birds এ সবসময় একটি গল্প থাকে। এবারের গল্প হচ্ছে, পাখিরা অস্থায়ী আবাসের লক্ষ্যে খুব কম সময়ের জন্য ব্রাজিল গিয়েছিল। সেখানে ডলফিনদের সাথে তাদের বন্ধুত্ব হয়। একসময় ডলফিন গুলো দুর্ঘটনা বশত আটকা পড়ে। এখন পাখিদের মিশন হচ্ছে ডলফিনদের মুক্ত করা।
এই নতুন সংস্করণের নাম দেয়া হয়েছে High Dive। এর গ্রাফিক্সেও পরিবর্তন এসেছে। উন্নত করা হয়েছে গ্রাফিক্স, যার ফলে গেমার এর চকচকে ভিজুয়াল দেখে অবশ্যই পুলকিত হবে।
শীঘ্রই Rio মুভির সিক্যুয়াল আসছে। ঠিক কখন মুভিটি আসছে তা জানা না গেলেও এর কাহিনী কেমন হবে তা মোটামুটি ধারণা করা যাচ্ছে। ডলফিনের সাথে পাখির বন্ধুত্বই এই মুভির থিম হতে পারে।
সবসময়ের মত এটি এখনও বিনামূল্যেই পাওয়া যাবে। Angry Birds Rio এর নতুন সংস্করণ ডাউনলোড করুন এখানে।
সূত্রঃ androidcommunity