দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে Galaxy S5 উন্মোচন করলো কোরিয়ান জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্যামসাং Galaxy S5 এ যুক্ত করেছে ফিঙ্গার প্রিন্ট, ও হার্ট বিট মনিটর করার সুবিধা সহ ৫.১ ইঞ্চি ডিসপ্লে। এছাড়াও এতে ব্যবহার করা যাবে স্যামসাং এর স্মার্ট গড়ি গ্যালাক্সি গিয়ার ২।
স্যামসাং তাদের নতুন Galaxy S5 স্মার্টফনে দিয়েছে Phablet আদলেই আকৃতি। Galaxy S5 এ রয়েছে ৫.১ ইঞ্চি ডিসপ্লে যা আপনাকে দেবে ১৯২০×১০৮০ রেজুলেশানে অসাধারণ বাস্তব অভিজ্ঞতা। এ ছাড়াও এতে থাকছে ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি, ময়লা ও জল রোধী ব্যবস্থা এবং হার্ট রেট মনিটর ব্যবস্থা! Galaxy Gear 2 স্মার্টঘড়ি ব্যবহারের সুযোগ তো থাকছেই। এর ফলে ভবিষ্যতে স্মার্টফোন প্রযুক্তি আরও অনেক দূর এগিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
Galaxy S5 এ দেয়া হয়েছে প্লাস্টিক বডি, প্লাস্টিক বডি হওয়ার কারণে বিশাল ডিসপ্লে নিয়েও এটি অনেক হালকা। এছাড়াও এর পেছনের কভারে আনা হয়েছে বিশেষ পরিবর্তন যা আপনাকে দেবে হাতে গ্রীপ করার আরাম। এতে থাকছে Android ৪.৪ কিটকেট অপারেটিং সিস্টেম। Galaxy S5 এ ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি এবং হার্ট বিট মনিটর ব্যবস্থার সংযুক্তি স্মার্টফোন প্রযুক্তিতে আলাদা এক যুগের সূচনা করল। এর আগে অ্যাপেল তাদের আইফোন 5S মডেলেও ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি যুক্ত করেছে। এশিয়ার সবচেয়ে বড় মবাইল প্রস্তুতকারী কোম্পানি স্যামসাং তাদের Galaxy S5 কে যেভাবে তৈরি করেছে এবং এতে যে সব প্রযুক্তি সংযুক্ত করেছে এতে স্যামসাং আইফোনকে আবার চ্যালেঞ্জ ছুড়ে দিল।
জেনে নিনঃ আইফোন iOS 7 ভার্সনের ৮টি গোপন ফিচার!
২০১১ সাল থেকেই অ্যাপেলের সাথে টেক্কা দিয়ে স্যামসাং স্মার্টফোন বাজারে এগিয়ে আসছে তবে, সর্বশেষ অ্যাপেল আইফোন ৫এস বাজারে আনার পর স্যামসাং কিছুটা বেকায়দায় পড়ে যায়। যার ফলশ্রুতিতে স্যামসাং এবার Galaxy S5 এ আধুনিক প্রযুক্তির সংযুক্তি ঘটিয়েছে।
স্যামসাং Galaxy S5 এ থাকছে ৪ টি রঙ এগুলো হচ্ছে কালো, সাদা, নিল, সোনালী। এতে রেয়ার ক্যামেরা হিসেবে থাকছে ১৩ মেগা পিক্সাল! যা স্যামসাং এস৪ থেকে আরও ২০ শতাংশ উন্নত। গ্যালাক্সি এস৫ এর ক্যামেরায় ব্যবহারকারীরা 4K Video ধারন করতে পারবেন যা ইচ্ছে মত এডজাস্ট করে নেয়া সম্ভব। এর ৫.১ ইঞ্চি AMOLED ডিসপ্লে তে থাকছে এচডি ভিউ, Matrix organic light-emitting diode । এর প্রসেসর হিসেবে থাকছে ২.৫GHz Snapdragon ৮০০ quad-core processor, ২GB র্যাম, NFC, LTE, ব্লু-টুথ ৪.০, এবং স্টোরেজ হিসেবে থাকছে ১৬GB এবং ৩২GB।
আরও জানুনঃ ফেব্রুয়ারিতেই আসছে স্যামসাং এর Galaxy Note Pro 12.2 সহ আরও দুই ট্যাবলেট!
যদিও ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির ক্ষেত্রে স্যামসাং আবার অ্যাপেলের আইফোন ৫এস কে অনুকরণ করেছে তবে এক্ষেত্রে অ্যাপেল থেকে স্যামসাং আরও উন্নত সুবিধার সংযুক্তি ঘটিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস৫ ব্যবহারকারীরা আঙ্গুলের এক চাপেই মোবাইল আনলক করতে পারবেন।
স্যামসাং গ্যালাক্সি এস৫ গ্যালারী
এছাড়াও এতে থাকছে পে-পাল এর একাউন্ট ব্যবস্থাপনা সুবিধা। আপনি চাইলে আপনার আঙ্গুলের ছাপ দিয়েই যেকোনো পে-পাল ক্যাশ পেমেন্ট নেয় এমন দোকানে কেনাকাটার পর মূল্য পরিশোধ করতে পারবেন।
এ বছরের এপ্রিলের ১১ তারিখ থেকে সারা বিশ্বে এক যোগে স্যামসাং এর Galaxy S5 গ্রাহক পর্যায়ে ১৫০ টিরও বেশি দেশে পাওয়া যাবে।
সূত্রঃ দিটেকজার্নাল
স্পেসিফিকেশন সম্পর্কে আরও জানতে দিটেকজার্নাল এ ক্লিক করুন।
This post was last modified on ফেব্রুয়ারী ২৫, ২০১৪ 4:07 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
View Comments
sob e thik ache but ram ta ৩/গব হতে পারত... জাই হক এর দাম কত হবে বল্লে ভাল হত ?
অনেক ভালো