দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গ্রেফতারকৃত জেএমবি’র গাড়িচালক জাকারিয়ার স্ত্রী স্বপ্নার কাছ থেকে কারাবন্দি জেএমবি সদস্যদের নাম, বাবা-মা ও ছেলে-মেয়ের নাম ও সংখ্যাওসহ দেশের বিভিন্ন কারাগারে বন্দি জঙ্গিদের একটি তালিকা পেয়েছে পুলিশ।
পুলিশ ওই তালিকা পেয়ে ধারণা করছে, গ্রেফতারকৃত জাকারিয়া কারাবন্দি জঙ্গিদের মামলা পরিচালনা ও তাদের পরিবারের খরচ যোগানোর বিষয়টি দেখাশোনা করতেন। ময়মনসিংহের ত্রিশাল থেকে আসামী ছিনতাই ঘটনার পর টাঙ্গাইলের সখিপুর থেকে হামলাকারীদের গাড়িচালক জাকারিয়াকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র সংবাদ মাধ্যমকে বলেছে, গাড়ি চালক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইয়ে অংশ নেয়া জঙ্গিদের সম্পর্কে ধারণা নেয়া হচ্ছে। তার কাছ থেকে বেশকিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য উদ্ধার করা হয়েছে। এসমস্ত তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী ঢাকার উপকণ্ঠ টঙ্গীর গাজীপুরার সিকদারপাড়ায় অভিযান চালিয়ে স্বপ্নাকে গ্রেফতার করা হয়। স্বপ্না রাজশাহীর একটি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী। স্বামী জাকারিয়ার সঙ্গে তিনি ওই বাসায় থাকতেন। তার বাসা থেকে ৫টি মোবাইল, একটি পেনড্রাইভ, ব্যাংকের এটিএম কার্ড, একটি ল্যাপটপ, দুটি গাড়ির কাগজপত্রসহ জিহাদী বই ও দেশের বিভিন্ন কারাগারে বন্দি জঙ্গি সদস্য ও তাদের পরিবারের বিস্তারিত তথ্য সংবলিত একটি তালিকা উদ্ধার করা হয় স্বপ্নার কাছ থেকে।