দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঋণ খেলাপীর কারণে টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
বাসাইল ও সখিপুর উপজেলা নিয়ে গঠিত ওই আসনে নির্বাচনী লড়াইয়ে নামতে রবিবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ বুধবার সাংবাদিকদের কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিলের এ তথ্য জানিয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
মরহুম শওকত মোমেনের ছেলে অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপিসহ ১৮ দল দশম সংসদ নির্বাচন বয়কট করলে কাদের সিদ্দিকীও তাদের সঙ্গে একমত হয়ে নির্বাচন বয়কট করেন। কিন্তু সাংসদের মৃত্যুর পর উপ-নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন তিনি। তার এই ফিরে আসাকে অনেকেই কাদের সিদ্দিকীর ‘ইউটার্ণ’ হিসেবে মন্তব্য করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে শূন্য হয় টাঙ্গাইলের (বাসাইল ও সখিপুর) এই আসনটি। কাদের সিদ্দিকী ছাড়াও ওই আসনে মনোনয়নপত্র দাখিল করেন আরও ৬ জন।