The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

পথচারীদের উদ্বুদ্ধ করতে বনানীর ফুটওভারব্রিজে বসছে চলন্ত সিঁড়ি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সাধারন ফুটওভারব্রিজ দিয়ে মানুষ সিঁড়ি বেয়ে উঠতে চায়না বলেই, বনানীর ফুটওভারব্রিজে বসছে চলন্ত সিঁড়ি (লিফট)। পথচারীদের ফুটওভারব্রিজ ব্যবহারে আগ্রহী করে তুলতেই সরকারের এই উদ্যোগ।


53124c9cdf697-sara

বাংলাদেশ একটি জনবহুল দেশ, আমাদের দেশে অসংখ্য রাস্তা এতোটাই ঝুঁকিপূর্ণ যে এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বেশিরভাগ শহর কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা ঘটছে মানুষের অসচেতন রাস্তা পারাপারের কারণে। এছাড়াও মানুষ যত্র তত্র ব্যস্ত মোড় সমূহে রাস্তার উপর দিয়েই পারাপার হওয়ার কারণেই সৃষ্টি হয় যানজট।

পথচারীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে রাস্তা অতিক্রম করতে পারেন সে জন্য ঢাকা সহ সারা দেশের সকল বিভাগীয় শহর এবং ব্যস্ত জেলা শহর সমূহে স্থাপন করা হয়েছে অসংখ্য ফুটওভারব্রিজ। কিছু কিছু যায়গায় সচেতন মানুষ এসব ফুটওভারব্রিজ ব্যবহার করলেও কিছু কিছু স্থানে ওভারব্রিজ স্থাপনের কিছুদিনের মাঝেই তা চলে যায় ছিন্নমূল, হকারদের দখলে। মূলত পথচারীরা কষ্টকরে এসব ওভারব্রিজ বেয়ে রাস্তা পারাপার না হয়ে জীবনের ঝুঁকি নিয়ে শটকাট খুঁজেন বলেই ফুটওভারব্রিজ ব্যবহার হচ্ছেনা সঠিক ভাবে।

3dfcc0dc2fcd4e61cfbaa8c5726b9dff20121001

এক পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশের রাজধানী শহর ঢাকাতেই কেবল ৬৮ টি ফুটওভার ব্রিজ রয়েছে। তবে এসব ফুটওভারব্রিজের মাঝে কিছু সংখ্যকে এখন পূর্ণ-রুপে পথচারী পারাপার হচ্ছে। অন্য সব ব্যবহারকারীদের অনীহার কারণে সেখানে ছিন্নমূল হকারদের আস্তানায় পরিণত হয়েছে।

এবার রাজধানীর বনানীর একটি পদচারী সেতুতে (ফুটওভারব্রিজ) প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চলন্ত সিঁড়ি স্থাপনের কাজ শুরু হয়েছে। মূলত পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার না হয়ে ওভারব্রিজ ব্যবহারে উৎসাহী করতেই এই উদ্যোগ।

মালয়েশিয়া থেকে আনা উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এবং টেঁকসই এই স্কেলেটর দিয়ে প্রতি ঘণ্টায় ছয় হাজার ৭৫০ জন লোক রাস্তা পারাপার হতে পারবেন। এই স্কেলেটর পরিচালনায় সার্বক্ষণিক একজন পরিচালক থাকবেন ফলে এটি অপারেট করতে সমস্যা হবেনা।

1779913_598706140203630_2028062564_n

প্রকল্প পরিচালক ঢাকা সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সেহাবউল্লাহ বলেন, “ঢাকার রাস্তায় প্রতিনিয়ত জনগণ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে, এর ফলে ঘটছে দুর্ঘটনা সহ যানজট। মানুষ ওভারব্রিজ থাকলেও তা ব্যবহার করছেনা কেবল সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় বলে। ফলে আমরা তাদের আগ্রহী করে তুলতে ফুটওভারব্রিজে স্কেলেটর স্থাপন করছি।”

তিনি আরও বলেন,”আমরা বনানীর চেয়ারম্যানবাড়ী-সংলগ্ন পদচারী সেতুতে প্রাথমিক ভাবে স্কেলেটর বসালেও মূলত এর সাফল্যের উপর নির্ভর করে পরবর্তীতে ঢাকার অন্যান্য ফুটওভারব্রিজ সমূহেও স্কেলেটর স্থাপন করা হবে।”

মানুষকে ফুটওভারব্রিজ ব্যবহারে আগ্রহী করে তুলতে এধরণের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, শুধু বাংলাদেশেই ওভারব্রিজে উঠতে স্কেলেটর ব্যবহার হচ্ছেনা। ভারত, মালয়েশিয়া সহ পৃথিবীর অনেক দেশে পথচারীদের সুবিধার কথা মাথায় রেখে ফুটওভারব্রিজে স্কেলেটর বসানো হয়েছে। তবে এখন দেখার বিষয়ে ঠিক মত রক্ষণাবেক্ষণে কতদিন চলে এই স্কেলেটর।

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali