The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

লড়ে হারল বাংলাদেশ, আফ্রিদি ঝড়ে ৩ উইকেটে জয় পেলো পাকিস্তান

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পাকিস্তানের সাথে এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে বিশাল ৩২৭রানের টার্গেট দিয়েও আফ্রিদি ঝড়ে ৩ উইকেটে হারতে হলো বাংলাদেশকে।


180817

নিজেদের প্রথম দুই ম্যাচে বাজে ভাবে হেরে যাওয়ার পরে দলীয় আত্মবিশ্বাস যখন তলানিতে ঠিক সে সময় তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন এবং দলে ৪ খেলোয়াড়দের পরিবর্তন দলকে দারুণ ভাবে চাঙ্গা করেছে।

টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। তার সিদ্ধান্ত সঠিক ছিল তা বুঝতে দেরি হয়নি। উদ্বোধনী দুই ব্যাটসম্যান এনামুল হক ও ইমরুল কায়েস দারুণ সূচনা এনে দেয় বাংলাদেশকে।

CRICKET-ASIACUP-BAN-PAK

ওপেনার এনামুল হক ১২০ বলে ছয়টি চার ও চারটি ছয়ে এশিয়া কাপের নিজের প্রথম শতক তুলে নেন। অপর দিকে আরেক ব্যাটসম্যান ইমরুল কায়েস ও তুলে নিয়েছেন নিজের অর্ধ শতক। প্রায় দুই বছরের বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমে প্রথম ম্যাচেই সফল ইমরুল। তার ৭৫ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। অপর দিকে আনামুল নিজের শত রান তুলেই আজমলের বলে আউট হয়ে যান। এর পর মুসফিকের সাথে মমিনুল দারুণ এক জুটি গড়ে নিজের ৫১ রানে আউট হয়ে যান। বাকিটা সাকিব আল হাসানকে সাথে নিয়ে মুসফিক দলকে নিয়ে যান ৩০০ রানের কোটা পার করিয়ে।

BD-Pak-BijoyWM

এদিকে পাকিস্তানের বোলার আবদুর রেহমান বাংলাদেশের রানের খাতায় আট-আটটি রান যোগ করে দিলেন! তিনি পর পর ৩ টি বল বীমার দিয়ে শেষ পর্যন্ত বোলিং করার অযোগ্য ঘোষিত হন আজকের ম্যাচে। সাইদ আজমল নিয়েছেন ২ উইকেট।

180811

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে পাকিস্তানি দুই ওপেনার বুঝে শুনে খেল্লেও শেষ রক্ষা হয়নি। ৩২৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়ার পর বোলিংয়ে বাংলাদেশের বোলাররা পাকিস্তানকে ভালোভাবেই চেপে ধরে। তবে হাফিজ ৫২ রানে আউট হলে মিজবা এবং মাকসুদ দুইজনেই দ্রুত সাজঘরে ফিরে যায়। কিন্তু হঠাৎ সব লন্ডভণ্ড হয়ে গেলো, আফ্রিদি ঝড়ে খেলা ঘুরে গেলো পাকিস্তানের দিকে, আফ্রিদি ৫৯ রানে আউট হলেও থামেনি অর্ধশতক করা ফাওয়াদের ব্যাট। এদিকে আফ্রিদি

বাংলাদেশের পক্ষে মমিনুল হক দুইটি এবং সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাক একটি করে উইকেট পেয়েছেন।

সংক্ষিপ্ত স্কোরঃ

বাংলাদেশ- ৩২৬/৩ ওভার ৫০

এনামুল হক- ১০০, ইমরুল কায়েস- ৫৭, মমিনুল- ৫১, মুসফিকুর*-৫১, সাকিব আল হাসান*-৪২

পাকিস্তান- ৩২৯/৭ ওভার ৩০
শেহজাদ- ১০১, হাফিজ- ৫২, আফ্রিদি-৫৯, ফাওয়াদ- ৭৪

ফলাফল পাকিস্তান ৩ উইকেটে বিজয়ী।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali