দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পিকনিক বাস এবার যেনো এক শনির দশায় পড়েছে। বেনোপোলের দুর্ঘটনায় নিহত হওয়ার পর আরও দুটি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সর্বশেষ আজ সকালে ইডেনের এক পিকনিক বাস দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে।
রাজধানী থেকে পিকনিকে যাওয়া ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের পিকনিকের বাসের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ ২০ জন।
আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমেদ ডিগ্রী কলেজের সম্মুখে পিকনিকের এই একটি বাস দুর্ঘটনা পতিত হয়। দুঘর্টনায় পিকআপ চালক নুরুল আফতাব (২৫) ঘটনাস্থলেই মারা যান।
আহতদের প্রত্যেকেই আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
এর আগে বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের ৭ শিশু শিক্ষার্থী মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারায়। তারা মেহেরপুরের মুজিব নগর থেকে পিকনিক সেরে ফেরার পথে যশোরের চৌগাছা উপজেলার ঝাউতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে রাজধানী থেকে ছেড়ে যায় ওই পিকনিকের বাস। ইডেন কলেজের দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী নিয়ে ওই বাস বান্দরবান যাচ্ছিল।