দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক তাদের News Feed এ আবার পরিবর্তন এনেছে। এবারের পরিবর্তন ফেসবুককে আগের চাইতে অনেক বেশি দর্শনীয় করে তুলবে বলে মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুক কর্তৃপক্ষ প্রতিনিয়ত ফেসবুকের বিভিন্ন বিষয়ে পরিবর্তন নিয়ে আসছে, ফেসবুক জানিয়েছে এটা তাদের নিয়মিত প্রক্রিয়া। সেই ধারাবাহিকতায় এবার আবার পরিবর্তন আসতে যাচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রধান আকর্ষণ News Feed এ।
সাধারণত ব্যবহারকারীরা নিজ নিজ News Feed এই ফেসবুকে পোস্ট হওয়া বন্ধুদের এবং ফ্যান পেইজ সমূহের সকল আপডেট পেয়ে থাকেন। ফলে সব সময় একই রকম News Feed দেখতে দেখতে ব্যবহারকারীরা যেন বিরক্ত না হয়ে যান সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ সচেতন। ফেসবুকের News Feed আরও গতিশীল এবং দর্শনীয় করে তুলার নিয়মিত প্রয়াসের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে এবারের পরিবর্তন।
পরিবর্তিত News Feed
আগের News Feed
সদ্য পরিবর্তন আসতে যাওয়া ফেসবুক News Feed এ মূল পরিবর্তন হচ্ছে এর ভিজ্যুয়াল আকর্ষণ। পরিবর্তিত ফেসবুক News Feed এ ব্যবহারকারীর ছবি এবং পোস্ট সমূহ আগের চেয়ে অনেক বেশি সুন্দর এবং সাজানো অবস্থায় দেখতে পাবেন। এছাড়াও নতুন News Feed এর উপরে বাম কোণে আগে যেখানে ম্যাসেজ, ফ্রেন্ড রিকোয়েস্ট এবং নোটিফিকেশান বার ছিল ঠিক সেখানে এখন কেবল সার্চ বার দেখা যাবে। ম্যাসেজ, ফ্রেন্ড রিকোয়েস্ট এবং নোটিফিকেশান বার চলে গেছে উপরে ডান কোণে। দৃশ্যমান পরিবর্তন আসছে আপডেট স্ট্যাটাস এবং অ্যাড নিউ ফটো/ভিডিও অপশনেও।
যদিও ফেবসুকের এই পরিবর্তন এখনও সকল ব্যবহারকারী নিজ নিজ ফেসবুক প্রোফাইলে দেখতে পাচ্ছেন না। কিছু কিছু ব্যবহারকারীর প্রোফাইলে এই পরিবর্তন দেখা যাচ্ছে। তবে ফেসবুক জানিয়েছে আগামী দুই এক সপ্তাহ এর মাঝেই সকল ফেসবুক ব্যবহারকারী নিজ নিজ প্রোফাইলে নতুন News Feed দেখতে পাবেন।
সূত্রঃ দি টেক জার্নাল