ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ময়মনসিংহের নান্দাইল উপজেলার আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বাঁশের তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
গ্রামবাসী নরসুন্দা নামে একটি খালের ওপর এক বাঁশের সাঁকো নির্মাণ করেছে। যাতে ওপারের সাথে সহজে যোগাযোগ বা যাতায়াত করা যায়। খালটির পূর্ব দিকে অবস্থিত আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই সাঁকোর ওপর দিয়েই ক্ষুদে শিক্ষার্থীরা স্কুলে যাতায়াত করছে।
পশ্চিম পাড়ে পুরহরি গ্রাম। আমোদাবাদ বিদ্যালয়ের বেশীরভাগ শিশু পুরহরি গ্রাম থেকে আসে। কারণ বিদ্যালয়টির অবস্থান তাদের খুবই কাছে। পুরহরি গ্রামের শিশুরা বিদ্যালয়ে যেমন নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করে ঠিক তেমনি বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রেও প্রতিদিন তাদেরকে আরেকটি পরীক্ষা দিতে হয়। বিদ্যালয়ের পরীক্ষায় ফেল করলে পরবর্তীতে পাসের সুযোগ থাকে। কিন্তু যাতায়াতের ক্ষেত্রে ফেল করলে জীবন নিয়ে টানাটানি। নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুইয়া বলেন, ‘একজন উপজেলা চেয়ারম্যানের পক্ষে একটি সেতু করে দেয়া সম্ভব নয়। তবে তিনি আরও বলেন, মাটি পরীক্ষার কাজ শেষ হয়েছে। সাঁকোর জায়গায় একটি সেতু নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ’।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম ভুইয়া জানান, ‘এ সাঁকোর জন্যে শিশুরা বিদ্যালয়ে আসতে ভয় পায়। প্রতিদিন এক দু’জন শিশু সাঁকো থেকে পানিতে পড়ে যাবার ঘটনা ঘটছে’।
এতো কিছুর পরও যদি কর্তৃপক্ষে টনক না নড়ে তাহলে কারো কিছুই করার থাকবে না। তবে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার পূর্বেই একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি বলে অভিজ্ঞ মহলের ধারণা।