দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পান শুধু ঠোঁট লালই করে না, পানের বেশ কিছু উপকারও রয়েছে। আজ পানের উপকারীতা সম্পর্কে আলোচনা করা হবে।
ছোট-খাটো ব্যধিতে পানকে নানাভাবে ব্যবহার করা হয়ে থাকে। সর্দি-কাশিতে, শিশুদের কোষ্ঠ-কাঠিন্য এবং গলার নানা ব্যধিতে পানের ব্যবহার রয়েছে।
# কপাল ও গায়ে পানের পাতা বেঁধে রাখলে মাথা ব্যথা ও গলার ব্যথা সারে।
# ক্ষতস্থানে পান পাতা বেটে দিলে ক্ষত দুষিত হতে পারে না।
# ঝাল পানের রস মাথার চুলে দিলে উঁকুন মরে যায়।
# চোখের নানা ব্যধিতে পান পাতার রস যথেষ্ট উপকারী।
# মুর্ছা (অজ্ঞান) রোগে পানের রস দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ালে জ্ঞান ফিরে আসে।
# পানের শিকড় বেটে খাওয়ালে নারীর গর্ভ ধারণ ক্ষমতা হ্রাস পায়।
# যে অঞ্চলের জলবায়ু লবণাক্ত সে অঞ্চলের লোকেরা পান খেলে আরও বেশি উপকৃত হন বলে শোনা যায়।
# আবার পান খাওয়া ঠিক না। পান খেলে চোখ, চুল, দাঁত ও কানের ব্যধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
# কোষ্ঠকাঠিন্য দূর করতে, কৃমি নাশ করতে ও রোগ-জীবাণু প্রতিরোধের কাজে পান ব্যবহার হয়ে থাকে।
# পান পাতার উপর দিকে ফোঁড়ার গায়ে লাগিয়ে পুজ টেনে তোলা হয়।
# পানের রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে সর্দি-কাশি দূর হয়।
This post was last modified on জানুয়ারী ৩০, ২০২৪ 3:00 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির বাগানে ফণা তুলে দাঁড়িয়ে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ, ৪ বৈশাখ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় ঘামাচির প্রাদুর্ভাব দেখা দেয়। আর তখন ঘামাচি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের ইনোভেটিভ ডিজিটাল অপারেটর বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রকৃতপক্ষে কম ঘুম মানেই স্থূলত্ব এবং বেশি ঘুম মানেই রোগা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বহুল আলোচিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর ৪টি সিজন শেষ হয়েছে…