আইসিসি টি২০ বিশ্বকাপ: নেপালকে ৮ উইকেটে বিধ্বস্ত করলো বাংলাদেশ

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ এবং নেপাল। টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। নেপাল তাদের প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১২৬ রান করতে সক্ষম হয়। জবাবে ১৫.৩ ওভারেই  বাংলাদেশ ৮ উইকেট হাতে রেখে জয় পায়।


দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। বাংলাদেশ আফগানদের হারিয়েছে বিশাল ব্যবধানে অপর দিকে নেপাল হংকংকে হারিয়েছে ৮০ রানের ব্যবধানে।

দুই দলই জানিয়েছে তারা আজকের ম্যাচে জয়ের জন্যই খেলছে, বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকের কণ্ঠে অবশ্য নেপালের জন্য যথেষ্ট সমীহ। তিনি বলেন, “ওরা একটু-একটু করে এগিয়ে যাচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটে তিন ঘণ্টা যে দল ভালো খেলবে তারাই জিতবে। আমরা ম্যাচটি গুরুত্বের সঙ্গে নিচ্ছি। নেপাল প্রস্তুতি ম্যাচগুলোতে খুব ভালো খেলেছে। গতকাল (রোববার) ওরা হংকংকেও সহজেই হারিয়েছে।”

অপর দিকে নেপালের অধিনায়ক খড়কা বলেন, “গতকাল (হংকংয়ের বিপক্ষে) আমরা নিখুঁত ম্যাচ খেলেছি। তবে এবার আমরা স্বাগতিক এবং টেস্ট খেলুড়ে একটি দেশের বিপক্ষে খেলবো। এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। এ ধরনের সুযোগ আমরা সহজে পাই না। তাই আমরা নিজেদের সাধ্যর সবটুকু দিয়ে চেষ্টা করবো।”

দুই দলেই আগের ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেই মাঠে নেমেছে।

Related Post

আপডেট

টসে জিতে বাংলাদেশি অধিনায়কের ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়াকে শুরুতেই সঠিক প্রমান করেন ফরহাদ রেজা এবং আল আমিন। চতুর্থ ওভারে বাংলাদেশকে উইকেট এনে দিলেন ফরহাদ রেজা। ফরহাদ রেজার বলে ৮ করে ফিরেছেন নেপালের ওপেনার সুবাস খাকুরেল। আল আমিনের বলে ফিরেছেন আরেক ওপেনার সাগর পুন (১২)। এলবিডব্লিউর ফাঁদে ফেলে আল আমিন ফিরিয়েছেন ১৩ করা জ্ঞানেনন্দ্র মাল্লাকেও।

এর পর চতুর্থ উইকেটে নেপালি দুই ব্যাটসম্যান সরদ বিশ্বকর ও পরশ খাড়কা মিলে গড়েন ৮৫ রানের বিশাল জুটি। এই জুটি ভাঙ্গেন মাশরাফি অসাধারণ এক বলে। নেপাল ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে ১২৭ রানের টার্গেট দিয়েছে।। এর আগে নেপালের ব্যাটসম্যানরা বাংলাদেশি বোলারদের দারুণ জবাব দিয়েছে। আজকের ম্যাচে বাংলাদেশি স্পিনাররা বল হাতে মোটেই সফলতা পান নি। ফলে সম্পূর্ণ রুপে অকেজো ছিলো বাংলাদেশের স্পিন আক্রমণ। মূলত মাঠে শিশির থাকাতেই স্পিনাররা সুবিধা করতে পারেন নি। সে হিসেবে প্রথম কোন টেস্ট খেলুড়ে দেশের সাথে খেলতে নেমে নেপাল ভালোই জবাব দিয়েছে।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল এবং এনামুল হক বিজয় দারুণ সূচনা করেছেন। দুই ব্যাটসম্যান ৭.৪ ওভারে ৬৩ রানের জুটি গড়েন। তামিম, রেগমির  ওভারে সাগর পুন এর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৩০ রানে আউট হয়ে যান। তামিম তার ৩০ রানের মাঝে দুটি ৪ এবং একটি ৬ এর মার রয়ছে। আরেক ওপেনার এনামুল হক বিজয় রান আউট হয়ে ফিরে যান ব্যক্তিগত ৪২ রানে।

পরের গল্প শুধু এক তরফা। সাকিব মাঠে নেমেই সাব্বিরের সাথে দলকে জয়ের লক্ষে নিয়ে যান। সাকিব করেন ৩৭ রান। সাব্বির করেন ২১ রান। বাংলাদেশ জয় পায় ৮ উইকেটের। এই জয় পেতে বাংলাদেশকে খেলতে হয়েছে মাত্র ১৫.৩ ওভার! ম্যাচ সেরা হয়েছেন চার ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট পাওয়া আল আমিন।

This post was last modified on মার্চ ১৮, ২০১৪ 10:53 অপরাহ্ন

Zia

"বাপের টাকার হিসেবে বড়লোক, নিজের টাকার হিসেবে গরীব। আল্টিমেট আমি নিজেকে গরীব ভাবি। কারণ বাবার টাকায় ফুটানি মারিনা।"

Recent Posts

শীতের বেলায় গ্রামের প্রকৃতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৩ পৌষ ১৪৩১…

% দিন আগে

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি পৌনে ৪৬ হাজার ছাড়ালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…

% দিন আগে