দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রিয়াল মাদ্রিদের নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দারুণ এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে বার্সেলোনা ৪-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। এ ম্যাচে হ্যাটট্রিক করে মেসি বর্তমানে এল ক্লাসিকোর সর্বোচ্চ গোলদাতা।
ম্যাচ শুরুর আগেই বার্সেলোনার কোচ Gerardo Martino বলেছিলেন, “এই ম্যাচ বার্সেলোনার জন্য শেষ চেষ্টা, এই ম্যাচ দিয়েই বার্সা স্প্যানিশ টাইটেল বিজয়ের কাছাকাছি যেতে পারবে। আমরা এমন এক প্রতিপক্ষের সামনে যারা অসংখ্যবার স্প্যানিশ টাইটেল জিতেছে।”
কোচের কথাকে গুরুত্ব দিয়েই খেলেছে বার্সেলোনার খেলোয়াড়রা, বার্সেলোনা দুর্দান্ত খেলে জয় পেয়েছে ৪-৩ গোলে। ম্যাচের ৭ মিনিটে বার্সার হয়ে প্রথম গোলটি করেন আন্দ্রেস ইনিয়েস্তা। তবে এর কিছুক্ষণ পরেই করিম বেনজেমার পর পর দুই গোলে রিয়াল মাদ্রিদ দ্রুত এগিয়ে যায়। আবার হাফটাইমের ঠিক আগে মেসির গোলে বার্সেলোনা ম্যাচে ফিরে।
এ ম্যাচে রেফারি ৩টি পেনাল্টি দেন যার দুটি পেনাল্টি যায় বার্সেলোনার পক্ষে। প্রথমার্ধের ঠিক শেষ ভাগে রিয়াল মাদ্রিদ পেনাল্টি পায় যা থেকে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে দলকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই খেলার ৬৫ মিনিটে সারজিও রামোস নেইমারকে অবৈধ ভাবে ফাউল করলে রামসকে লাল কার্ড দেখায় ফেরারি, বার্সা পায় নিজেদের প্রথম পেনাল্টি। সুযোগ পেয়ে মেসি গোল করতে ভুললেন না, ৩-৩ গোলের সমতা আসে ম্যাচে। রামোসের লাল কার্ডে ১০ জনের রিয়াল মাদ্রিদ আর ঘুরে দাড়াতে পারেনি। সব শেষে বার্সেলোনা আবার পেনাল্টি পেলে মেসি আবারও গোল করে ম্যাচে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
এদিকে ম্যাচে হেরে রিয়াল মাদ্রিদের ম্যানেজার Carlo Ancelott বলেন, “আমাদের সামনে সুযোগ ছিলো আমরা সঠিক ব্যবহার করতে পারিনি। তবে হতাশ হওয়ার কিছু নেই সামনে আরও ম্যাচ আছে।”
ম্যাচের বিষয়ে ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, “আমি মনে করছি রেফারি একটি দলকে খুব বেশি সমর্থন দিয়েছে, যা আমাদের পরাজয়ের একটি কারণ।”
এ ম্যাচে বার্সেলোনার বিজয়ের ফলে স্প্যানিশ লিগ শিরোপার দরজা এখন- রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং অ্যাতলেতিকো মাদ্রিদ এর জন্য সমান ভাবে খুলে গেলো। সমান সংখ্যক ম্যাচ খেলে অ্যাতলেতিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদ দুই দলের সমান পয়েন্ট এবং ঠিক তিন নম্বরে আছে বার্সেলোনা এক পয়েন্ট কম থাকার কারণে। তিনটি দলের এখনও ৯টি করে খেলা বাকি রয়েছে।