Categories: সাধারণ

মাছসহ খাদ্যদ্রব্যে দেদারছে ব্যবহার হচ্ছে ফরমালিন ॥ অপব্যবহার রোধে কঠোর আইন আসছে

ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সমপ্রতি ফরমালিনের ব্যবহার অস্বাভাবিক আকারে ছড়িয়ে পড়ায় দেশে ফরমালিনের অপব্যবহার রোধে সরকার এর আমদানি ও বিক্রি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানা গেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি) কমল কৃষ্ণ ভট্টাচার্য বলেন, আমাদের দেশে ফরমালিন বাণিজ্য এখন মুক্ত, যার যা খুশি কিনতে ও বিক্রি করতে পারে। শিগগিরই এর পাইকারী আমদানি নিয়ন্ত্রণে কঠোর আইন করা হবে। যাতে করে এভাবে দেদারসে এই ক্ষতিকর সামগ্রীটি জনগণ ব্যবহার করতে না পারে। তিনি বলেন, মন্ত্রণালয় এ জন্য বিধিবদ্ধ আদেশ (এসআরও) জারির পরিকল্পনা করছে।

কমল কৃষ্ণ ভট্টাচার্য আরও বলেন, “গত সপ্তাহে আমরা ফরমালিন আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেছি। তাছাড়া ফরমালিন আমদানি ও বিক্রি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ বিষয়ে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও আণবিক শক্তি কমিশনসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আমরা বৈঠকে করব।” বিশেষজ্ঞদের সুপারিশের ভিত্তিতে সবকিছু নির্ধারিত হবে এবং একটি পৃথক এসআরও জারি করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।

বর্তমানে ফরমালিন আমদানি তদারক প্রসঙ্গে তিনি বলেন, “ফরমালিন আমদানি ও বিক্রি পর্যায়ে তদারকি অত্যন্ত দুর্বল। আমরা এ ধরনের রাসায়নিকের অবাধ আমদানির পাশাপাশি এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে চাই।” কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মন্ত্রণালয়ের পরিকল্পনা হলো ফরমালিন আমদানির জন্য আমদানিকারকদের অবশ্যই মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

উল্লেখ্য, খোলাবাজারে ইচ্ছেমতো ফরমালিন আমদানি ও কেনাবেচার সুযোগ থাকায় মাছ ও খাদ্যদ্রব্য সহ নানা পণ্যে মানবস্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর এ রাসায়নিকটি অতি সহজেই ব্যবহার করতে পারছে ব্যবসায়ীরা। সমপ্রতি ফরমালিন নিয়ে দেশের জাতীয় দৈনিকগুলোও ফলাও করে সংবাদ প্রকাশ করছে। এর পরিপ্রেক্ষিতে সরকারি সংশ্লিষ্ট মহলে এনিয়ে আলোচনা শুরু হওয়ায় সচেতন মহল আশাম্বিত হয়েছে।

স্টাফ রিপোর্টার

View Comments

Recent Posts

এবার গাজর দিয়ে তৈরি হলো বাঁশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা এতোদিন দেখে আসছি বাঁশ দিয়ে বাঁশি বানানো হয়। আর…

% দিন আগে

কুষ্টিয়ার ঐতিহাসিক ঝাউদিয়া শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ মে ২০২৪ খৃস্টাব্দ, ২০ বৈশাখ ১৪৩১…

% দিন আগে

ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে ওষুধের পাশাপাশি জীবন যাত্রায় কিছু বদল আনতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রক্তে ইউরিক অ্যাসিড বেশি থাকলে খাওয়া-দাওয়ায় রাশ টানতে হবে। তবে…

% দিন আগে

প্রবৃদ্ধিশীল ফ্রিল্যান্সিং খাতে গুরুত্বারোপ: কুমিল্লায় ফ্রিল্যান্সার মিটআপ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফ্রিল্যান্সিং খাতের প্রবৃদ্ধির ওপর আলোকপাত করে সম্প্রতি ফ্রিল্যান্সার নিয়ে এক…

% দিন আগে

সবাইকে সাথে নিয়ে দেশের ঝান্ডা-বেসিসের পতাকা পুরো বিশ্বে বয়ে বেড়াতে চাই- এম আসিফ রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন প্রজন্মের কাছে ভিষণ জনপ্রিয় মুখ এম আসিফ রহমান। ওয়ার্ডপ্রেস…

% দিন আগে

ইত্যাদির গানে দুনিয়া মাত করলেন অভিনেত্রী ফারিণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবারের রোজার ঈদে ইত্যাদির বিশেষ পর্বে গায়িকা হিসেবে অভিষেক ঘটে…

% দিন আগে