দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব খাদ্য নিরাপত্তা সুসংহত করার ক্ষেত্রে নতুন পদ্ধতির উদ্ভাবক হিসেবে মার্কিন বিজ্ঞানী নরমান বোরলাগ নোবেল পুরস্কারে ভূষিত হন। সম্প্রতি তাঁকে মার্কিন কংগ্রেস বিশেষ সম্মানে ভূষিত করেন এবং তাঁর ভাস্কর্য স্থাপন করা হয় মার্কিন আইন সভা ভবনের ভেতরে।
জ্ঞান এবং জ্ঞানীর কদর দিতে জানে যে জাতি সেই জাতিতে তৈরি হয় যুগে যুগে অসংখ্য জ্ঞানী। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সারা বিশ্বে অসংখ্য বিজ্ঞানের আবিষ্কার এবং গবেষণায় অবদান রেখেছেন, এখনো তারা অবদান রেখে যাচ্ছেন। নরমান বোরলাগ যার পূর্ণ নাম নরমান আর্নেস্ট বোরলাগ। তিনি জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে ১৯১৪ সালের ১৪ মার্চ। শুরুতে মেক্সিকান এক বিজ্ঞানীর অধীনে কাজ করলেও ধীরে ধীরে নিজের প্রতিভার পরিচয়দেন উদ্ভিদবিদ্যাতে।
নরমান বোরলাগকে সারা বিশ্ব জানে সবুজ বিপ্লবের জনক হিসেবে। তার গম এবং ভুট্টা নিয়ে বিশেষ গবেষণা এশিয়া সহ উন্নয়নশীল দেশ সমূহের খাদ্য ঘাটিতি হ্রাসে বিশেষ অবদান রাখে। তিনি ছিলেন একাধারে কৃষিবিদ ও মানবতাবাদী। তাঁর উদ্ভাবিত গবেষণায় গমের এবং ভুট্টার অধিক ফলনের গোপনীয়তা পাওয়া যায়, ফলে জীবন বেঁচে যায় অসংখ্য দরিদ্র মানুষের। এই কারণে তাঁকে ১৯৭০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার দেয়া হয়। তিনি মারা যান ২০০৯ সালে ১২ সেপ্টেম্বর।
সম্প্রতি মার্কিন কংগ্রেস এই জ্ঞানীর প্রতি সম্মান দেখিয়েছেন মার্কিন কংগ্রেসে তার ভাস্কর্য স্থাপনের মাধ্যমে। মার্কিন কংগ্রেসে বলা হয়, “সবুজ বিপ্লবের জনক নরমান বোরলাগ এমন একজন বিজ্ঞানী জিনি তাঁর আবিষ্কারের মাধ্যমে অন্যান্য সকল বিজ্ঞানী থেকে অনেক বেশি মানুষের জীবন বাঁচিয়েছেন। তাঁর আবিষ্কারের কারণে অনেক দরিদ্র মানুষের খাদ্য সংকট দূর হয়েছে। আমরা তাঁকে স্মরণীয় করে রাখতে চাই বলেই মার্কিন আইন সভায় তাঁর ভাস্কর্য স্থাপন করা হয়েছে।”
ভিডিওঃ
http://youtu.be/K9kNoz_gS7k
সূত্রঃ বিজনেস ইনসাইডার, উইকিপিডিয়া