দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাত্র ৩ রাতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গতকালকের খেলায়। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার জয় হয়েছে। তারা সেমি ফাইনালে উঠেছে। অপরদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির পথে নিউজিল্যান্ড।
ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গতকালকের খেলা ছিল এক শ্বাসরুদ্ধকর খেলা। এমন এক শ্বাসরুদ্ধকর খেলায় শেষ পর্যন্ত ৩ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য ১৯৭ রানের টার্গেটে নেমে শেষ পর্যন্ত ৭টি উইকেট খুইয়ে ১৯৩ রান করতে সক্ষম হয় ইংলিশরা। তবে কালকের খেলা ছিল দেখার মতো। দর্শকরা বেশ মজা পেয়েছেন। সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে। বিশেষ করে শেষ মুহূর্তের লড়াই ছিল দেখার মতো।
প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রান করে ১৯৬। অপরদিকে দ্বিতীয়ার্ধে ১৯৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড দলও ভালই করছিল। দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছিল দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের খেলাটিতে। কারণ এ দুটি দলের সমর্থক বাংলাদেশে বলা যায় সমানে সমান। ক্রিকেট বিশ্বে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া ছাড়া অন্যদলগুলোর সমর্থক বাংলাদেশে গড় পরতা। আর তাই উভয় দলের হয়েই দর্শকরা মেতে উঠেছিলেন।
উল্লেখ্য, আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কার কাছে হেরেছিল ৫ রানে। নিউজিল্যান্ডের কাছে ২ রানে। অপরদিকে নেদারল্যান্ডসের সঙ্গে ৬ রানে জিতেছিল।
সেমির পথে পা বাড়িয়েছে নিউজিল্যান্ড। গতকাল শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আইসিসি টি-২০ বিশ্বকাপের সুপার টেন পর্বের খেলায় নিউজিল্যান্ড মুখোমুখি হয় গ্রুপ ওয়ানের ম্যাচে বাছাই পর্ব থেকে উঠে আসা নেদারল্যান্ডসের। গতকাল টি-২০ বিশ্বকাপের এক নম্বর গ্রুপটায় বেশ টান টান উত্তেজনা বিরাজ করেছে। কোন দল দুটি সেমিফাইনালে যাবে তা নিয়ে বেশ উত্তেজনা থাকলেও। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড।
নেদারল্যান্ডস : ১৫১/৪
নিউজিল্যান্ড : ১৫২/৪
নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী, ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন- ব্রেন্ডন ম্যাকুলাম (নিউজিল্যান্ড)
This post was last modified on মার্চ ৩০, ২০১৪ 10:19 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড এবং লেবাননজুড়ে ভয়াবহ হামলা চলমান রেখেছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বপ্ন দেখে তা মনে রাখা সত্যিই দুষ্কর। আর তাই রাতের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…