দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের জনপ্রিয় এক স্মার্টফোন অপারেটিং সিস্টেম হচ্ছে এন্ড্রয়েড। তবে এতোদিন নিরাপদ থাকলেও এই প্ল্যাটফর্মে এবার দেখা দিয়েছে ডেন্ড্রয়েড নামের ‘ট্রোজান’ পরিবারের মারাত্মক এক ভাইরাস।
ভারতের কম্পিউটার ইমারজেন্সি রেসপনস টিম অফ ইন্ডিয়ার (সিইআরটি-ইন) গবেষকেরা সকল এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছেন ডেন্ড্রয়েড ভাইরাসের বিষয়ে। তারা বলছেন এই ভাইরাস যদি একবার ব্যবহারকারীর স্মার্টফোনে প্রবেশ করতে পারে তবে এটি স্মার্টফনের সকল নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং ব্যবহারকারীর স্মার্টফোনে থাকা সকল তথ্য চলে যায় হ্যাকারদের কাছে।
ডেন্ড্রয়েড দিয়ে হ্যাকাররা ব্যবহারকারীর স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি ফোন কল করা, এসএমএস পাঠানো এবং ব্যাল্যান্স সরিয়ে নেয়ার মত ভয়াবহ কাজ করতে সক্ষম। এছাড়া এই ভাইরাস যদি কোন সিস্টেমে একবার প্রবেশ করে একে প্রতিহত করা অনেক কঠিন। এর মাধ্যমে এন্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে থাকা ডাটাকানেকশান থেকে বাড়তি ডাটা চুরি যেতে পারে, এমনকি ডাটা সব শেষ হয়েও যেতে পারে। এক্ষেত্রে ব্যবহারকারী টের পাবেন না কিছুই।
ভারতে ইতোমধ্যে বেশ কিছু এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীর স্মার্টফোনে ডেন্ড্রয়েড ভাইরাসের আক্রমণ হয়েছে এবং প্রতিদিন এই ভাইরাসের সংক্রামণ বাড়ছেই। ফলে ভারতীয় গবেষকরা বলছেন, সকল এন্ড্রয়েড ব্যবহারকারীরা ডেন্ড্রয়েড থেকে সাবধান থাকুন, এটি বিভিন্ন অ্যাপ ইন্সটল হওয়ার সময় আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে। ফলে ড্যান্ড্রয়েড প্রতিরোধে অপরিচিত ও অবিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল না করতে বলা হয়েছে।
এছাড়া যেকোনো অ্যাপ ইন্সটল করার আগে আপনার থেকে অ্যাপ পারমিশন নিচ্ছে কিনা তা কঠোর ভাবে যাচাই করে দেখতে বলা হচ্ছে, যদি অ্যাপ ইন্সটল হওয়ার আগে আপনার থেকে ঐ অ্যাপ পারমিশন না চায় তবে ইন্সটল করা থেকে বিরত থাকুন।
সূত্রঃ Gizbot
This post was last modified on জুন ৩০, ২০২৪ 5:47 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…