দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অধিক কম ওজনের মানুষ এবং বেশি ওজনের মানুষ সব সময়েই স্বাস্থ্যঝুঁকির মধ্যে থাকে। একটি গবেষণায় দেখা গেছে, যারা অত্যধিক কম ওজনের অধিকারী তারা অন্যান্যদের তুলনায় বেশি মৃত্যুর ঝুঁকিতে থাকেন।
প্রায় পঞ্চাশটি গবেষণার পর গবেষকরা সিদ্ধান্তে আসেন যে, যারা খুব কম ওজনের অধিকারী তারা সাধারণ ওজনের মানুষদের চেয়ে দ্বিগুণ মৃত্যু ঝুঁকিতে থাকেন। টরেন্টোর St. Michael’s Hospital এর চিকিৎসক জুয়েল রায় প্রধান গবেষক হিসাবে গবেষণাটি করেন।
গবেষণায় প্রায় পাঁচ বছর কিংবা তারও বেশি সময় ধরে প্রচুর মানুষের বিএমআই পর্যবেক্ষণ করা হয়। বিএমআই হচ্ছে দেহের ওজন ও উচ্চতা অনুযায়ী শরীরের ওজন নির্নয়ের একটি গাণিতিক প্রক্রিয়া। এর মাধ্যমে শরীরের ওজনের সাথে মানুষের মৃত্যুর ঝুঁকির সম্পর্ক চিহ্নিত করা হয়। একই সাথে নতুন জন্ম হওয়ার শিশুর মৃত্যুর হারের সাথে ওজনের সম্পর্কও দেখা হয়।
বিএমআই এর মান যদি ১৮.৫ এর নিচে হয় তাহলে তাদের ক্ষীণকায় দেহ বলা হয়, ব্যক্তির বিএমআই এর মান যদি ১৮.৫ থেকে ২৫.৯ হয় তবে তিনি স্বাভাবিক ওজনের মানুষ। এক্ষেত্রে দেখা যায় ক্ষীণকায় দেহের মানুষ স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় ১.৮ গুণ বেশি মৃত্যুর ঝুঁকিতে ভুগেন। আবার বেশি ওজনের মানুষ ( বিএমআই এর মান ৩০ হতে ৩৪.৯ ) স্বাভাবিক ওজনের মানুষের তুলনায় ১.২ গুণ বেশি মৃত্যু ঝুঁকিতে ভুগেন। গবেষণাটি Epidemiology and Public Health এর জার্নালে ২৮ মার্চ প্রকাশ করা হয়।
গবেষণায় এটি জানা গেছে যে, মানুষের স্বাভাবিক ওজন ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ কাজ। অধিক স্থুল হওয়া কিংবা ক্ষণিকায় স্বাস্থ্য মানেই মৃত্যুর ঝুঁকি। ক্ষণিকায় স্বাস্থ্য নানাবিধ কারণে হতে পারে যেমনঃ ড্রাগ ব্যবহার, এলকোহল পান, দারিদ্রতা কিংবা মানসিক অসুস্থতার কারণে মানুষ কম ওজনের অধিকারী হয়। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এইসব বাজে অভ্যাস এড়িয়ে মৃত্যু ঝুঁকির কাছ থেকে বেঁচে থাকতে হবে।
তথ্যসূত্রঃ নিউজসম্যাক্সহেলথ