দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বুধবার, ২ এপ্রিল ২০১৪ খৃস্টাব্দ, ১৯ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ, ১ জমা: সানি ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কাঁঠাল জন্মে। তবে ময়মনসিংহের ভালুকা কাঁঠালের জন্য বিখ্যাত। ভালুকার কাঁঠাল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে।
যে দৃশ্যটি দেখছেন এটি একটি কাঁঠালের গাছের। যে গাছে শত শত কাঁঠাল ধরেছে। বিচিত্র গাছ আর বিচিত্র সৃষ্টিকর্তার ইচ্ছা। তিনি কখনও কোন গাছে ফলই দেন না। আবার কখনওবা দেন উদার হস্তে।
আর ক’দিন পরেই কাঁঠাল বড় হবে। এক সময় পাকা শুরু হবে। তখন বাজারে গেলে দেখা যাবে কাঁঠাল আর কাঁঠাল। কাঁঠাল আামাদের জাতীয় ফল। এই কাঁঠালের অনেক ঐতিহ্য রয়েছে। আজকের সকালে তাই দেশের ঐতিহ্যবাহী ফল কাঁঠালের কথা দিয়েই শুরু হলো। সকলের জন্যই শুভ কামনা।