The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আইসিসি বিশ্ব টি-টোয়েন্টি একাদশ ঘোষণা, নারী একাদশে রয়েছেন বাংলাদেশের সালমা!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ সোমবার সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত নৈপুণ্য দেখানো ক্রিকেটারদের নিয়ে বিশ্ব টি২০ একাদশ ঘোষণা করেছে আইসিসি। এই একাদশে যায়গা করে নিয়েছে বাংলাদেশের সালমা খাতুন।


2014121163420

আইসিসি প্রত্যেক বিশ্বকাপ ইভেন্ট শেষে ঐ আসরের সেরা খেলোয়াড়দের তালিকা থেকে বাছাই করে ছেলেদের এবং মেয়েদের আলাদা বিশ্ব একাদশ গঠন করে থাকে। এবারও আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের ডেভিড বুনের নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ বাংলাদেশের ‘কন্ডিশনের’ বিবেচনায় বিশ্বকাপে পারফরমেন্সের ভিত্তিতে ছেলে/মেয়ে বিশ্ব একাদশ ঘোষণা করেছে।

আইসিসির ম্যাচ রেফারির এলিট প্যানেলের বিবেচিত সেরা টি২০ নারী একাদশে যায়গা পেয়েছে বাংলাদেশের সেরা নারী ক্রিকেটার সালমা খতুন। সালমা বিশ্বকাপে অফস্পিনে সুদক্ষতা দেখিয়ে ৮ উইকেট নেন। তবে নারীদের একাদশে বাংলাদেশের খেলোয়াড়ের যায়গা হলেও পুরুষ একাদশে কোনও বাংলাদেশি খেলোয়াড়ের যায়গা হয়নি। ছেলেদের সেরা একাদশে ঠাঁই পেয়েছে ভারতের চার ক্রিকেটার।

চলুন এক নজরে দেখে নেয়া যাক আইসিসি টি২০ বিশ্ব পুরুষ একাদশে কারা কারা আছেনঃ

  • রোহিত শর্মা (ভারত): ২০০ রান
  • স্টিফেন মাইবার্গ (নেদারল্যান্ডস): ২২৪ রান
  • বিরাট কোহলি (ভারত): ৩১৯ রান
  • জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা): ১৮৭ রান
  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া): ১৪৭ রান
  • এমএস ধোনি (ভারত): ৫০ রান, ৬টি ডিসমিসাল
  • রবিচন্দ্রন অশ্বীন (ভারত): ১১ উইকেট
  • ডেইল স্টেইন (দক্ষিণ আফ্রিকা): ৯ উইকেট
  • স্যামুয়েল বর্দি (ওয়েস্ট ইন্ডিজ): ১১ উইকেট
  • লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): ৫ উইকেট
  • দ্বাদশ খেলোয়াড়: ক্রিসমার সান্তোকি (ওয়েস্ট ইন্ডিজ) ৮ উইকেট

বিশ্ব একাদশে মোট ১১ জন নারী ক্রিকেটারের মাঝে ইংল্যান্ডের চার জন, চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও ওয়েস্ট-ইন্ডিজের ২ জন করে এবং বাংলাদেশ, ভারত ও নিউ জিল্যান্ডের একজন করে ক্রিকেটার আছেন। আইসিসি ম্যাচ রেফারির এলিট প্যানেলের থেকে অবশ্য বলা হয়েছে, “এখানে কেবল বাংলাদেশের কন্ডিশান বিবেচনায় রেখে এই দল গঠন করা হয়েছে। এই তালিকার বাইরেও আরও অনেক ভালো খেলোয়াড় রয়ে গেছেন।”

maxresdefault

চলুন এক নজরে দেখে নেয়া যাক আইসিসি টি২০ বিশ্ব নারী একাদশে কারা কারা আছেনঃ

  • সুজি বেটস (নিউ জিল্যান্ড): ২২৮ রান ৫ উইকেট
  • শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড, অধিনায়ক): ২০০ রান
  • মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া): ২৫৭ রান
  • সারাহ টেইলর (ইংল্যান্ড, উইকেটরক্ষক) ১৫০ রান, ৬টি ডিসমিসাল
  • স্টেফানি টেইলর (ওয়েস্ট ইন্ডিজ): ১৫৩ রান, ১ উইকেট
  • ডিয়ান্ড্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ) ১৪৭ রান, ৪ উইকেট
  • এলিসে পেরি (অস্ট্রেলিয়া) ১০৬ রান, ৮ উইকেট
  • ন্যাট্যালি শিভার (ইংল্যান্ড): ১০ উইকেট
  • সালমা খাতুন (বাংলাদেশ) : ৮ উইকেট
  • পুনম যাদব (ভারত): ৮ উইকেট
  • আনিয়া শ্রাবশোল (ইংল্যান্ড): ১২ উইকেট
তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali