দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন-সিম্ফনি মাত্র ৩,৮৫০টাকার মধ্যে থ্রিজি অ্যানাবেল স্মার্টফোন এবং মাত্র ১৭’শ টাকায় ফিচারফোন নিয়ে আসছে কিছুদিনের মাঝেই।
থ্রিজি’র আগমনে থ্রিজি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। শুধু গ্রামীণফোনের হিসেবে দেখা গেছে, প্রতিদিন তাদের ১০ হাজার করে নতুন গ্রাহক থ্রিজি সুবিধা গ্রহণ করছেন। এসব গ্রাহকের মাঝে প্রায় ২৫ শতাংশ হচ্ছে একদম নতুন গ্রাহক। এছাড়া গ্রামীণফোনের মোট গ্রাহকের মাঝে এখন প্রায় চার লাখ গ্রাহক থ্রিজি সুবিধা গ্রহণ করছেন। ফলে দ্রুত থ্রিজি গ্রহকের সংখ্যা বাড়ার সাথে তাল মিলিয়ে আরও দ্রুত ইন্টারনেট সুবিধা ব্যবহারকারীরা উপভোগ করতে পারেন তাই গ্রামীণ ফোন সিদ্ধান্ত নিয়েছে থ্রিজি অ্যানাবেল স্মার্টফোন এবং সাথে টুজি সুবিধার ফিচার ফোন বাজারে আনার। এসব ফোনের দামের ক্ষেত্রে গ্রামীণফোন অত্যন্ত সাশ্রয়ী দাম নির্ধারণ করবে বলে জানা গেছে।
গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ বলেন, “আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাহকদের মাঝে অসংখ্য গ্রাহক থ্রিজি সুবিধা গ্রহণ করছেন। ফলে আমরা আরও বেশি সংখ্যক ব্যবহারকারী যেন সাশ্রয়ী মূল্যে থ্রিজি ব্যবহার করা যায় এমন সেট কিনতে পারেন সেই ব্যবস্থা করছি।”
তিনি আরও বলেন, “এখত্রে গ্রামীণফোনের নিজেদের ব্র্যান্ডে এসব সেট বিক্রয় করা হবেনা, দেশীয় ব্র্যান্ড সিম্ফনির সঙ্গে গ্রামীণফোনের অংশীদারিত্বের ভিত্তিতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন সেবা নিয়ে আসতে যাচ্ছে। গ্রামীণ ফোনের সকল কাস্টমার কেয়ার সেন্টার থেকে গ্রাহকরা এসব সেট কিনতে পারবেন।”
উল্লেখ্য বর্তমানে সারা দেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৮০ লাখ, এতো বিশাল সংখ্যার গ্রাহকের মাঝে ইতোমধ্যে গ্রামীণফোনের ৪০ শতাংশ গ্রাহক থ্রিজির আওতায় চলে এসেছেন। খুব দ্রুত বাকি অংশকেও থ্রিজি সুবিধার আওতায় আনা হবে বলেই জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। তাঁরা আরও জানায়, গ্রাহকদের জন্য বছর শেষে মোজিলার সহযোগিতায় ২৫ ডলার মূল্যের একটি হ্যান্ডসেট আনা হবে।