দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আন্তর্জাতিক অর্থনীতির বিরুপ প্রভাবে সারাবিশ্বের অর্থনীতি নড়ভড়ে অবস্থা। আমেরিকার অর্থনীতির প্রভাব পড়ে বিশ্বের প্রায় সব দেশে। গত কয়েক বছর যাবত এমন অবস্থা বিরাজ করছে। অর্থনীতিকে চাঙ্গা করতে বিশ্বখ্যাত লাফার্জ ও হোলসিম সিমেন্ট কোম্পানি একীভূত হওয়ার ঘোষণা দিয়েছে।
সোমবার প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে একীভূত হওয়ার ঘোষণা দিলো বিশ্বের দুই শীর্ষস্থানীয় সিমেন্ট কোম্পানি লাফার্জ এবং হোলসিম (Lafarge_Holcim)। ধারণা করা হচ্ছে, লাফার্জ এবং হোলসিম একীভূত হলে বিশ্বব্যাপী ৪ হাজার ৪ কোটি মার্কিন ডলারের সিমেন্ট বাজারজাত করার নেটওয়ার্ক গড়ে তুলতে সক্ষম হবে। একীভূত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হবে ঝুঁকি কমিয়ে এনে মুনাফা অর্জনের পরিমাণ বৃদ্ধি করা। তাছাড়া উভয় পক্ষ একীভূত হওয়ার মাধ্যমে বছরে অন্তত ১৪০ কোটি ইউরো সাশ্রয়ের আশা করছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার এ খবর দিয়েছে।
লাফার্জ হচ্ছে ফ্রান্সের প্যারিস ভিত্তিক বিশ্বের সর্বাধিক সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির খ্যাতি রয়েছে বিশ্বজোড়া। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৬৪টি দেশে লাফার্জের কার্যক্রম বিদ্যমান। অপরদিকে হোলসিম সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বের খ্যাতিসম্পন্ন অন্যতম উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিশ্বের অন্তত ৭০টি দেশে এই প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম চালু রয়েছে, যার মধ্যে বাংলাদেশও অন্তর্ভূক্ত রয়েছে। এই দুটি কোম্পানিই বাংলাদেশে তাদের বাজার ধরে রেখেছে।
উল্লেখ্য, ঐক্যমত্য অনুসারে- লাফার্জের মালিকানা কিনে নেবে হোলসিম। আর বদৌলতে লাফার্জের শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারের বিপরীতে একটি করে হোলসিমের শেয়ারের মালিক হতে পারবেন। হোলসিমের প্রধান ওলফং রেইজেল লাফার্জ-হোলসিমের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হবেন এবং লাফার্জের প্রধান ব্রুনো ল্যাফন্ট একীভূত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন। একীভূত লাফার্জ-হোলসিমের সদরদপ্তর প্রতিষ্ঠিত হবে জেনেভায়। অপরদিকে ফ্রান্স ও সুইজারল্যান্ডের পুঁজিবাজারে কোম্পানি তালিকাভূক্ত করা হবে।
This post was last modified on এপ্রিল ৮, ২০১৪ 11:11 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে গত ৩১ বছর ধরে চলা ‘গোল্ডেন আউল’ বিতর্কের অবসান…