দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নিজের জিন বৈশিষ্ট্যের কথা উন্মোচন করবেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে এই কৃতিত্ব নিতে যাচ্ছেন।
সংবাদ মাধ্যমকে আবদুল আউয়াল মিন্টু বলেন, “প্রথম বাংলাদেশি হিসেবে নিজের জিন বিন্যাস উম্মোচন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, বিজিআইয়ের জিন বিজ্ঞানীরা আমার জিনবিন্যাস উম্মোচন করবেন।”
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, “বেইজিং জিনোম ইনস্টিটিউটের (বিজিআই) জিন বিজ্ঞানীরা আমার ‘জিনোম সিকোয়েন্’ বের করবেন,।”
এই জিনোম হলো প্রাণী বা উদ্ভিদের জিনেটিক বৈশিষ্ট্যের একটি বিন্যাস বা নকশা। এই নকশার ওপরই নির্ভর করে ওই প্রাণী বা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো।
উল্লেখ্য, বাংলাদেশে কোন জিন বিন্যাস উম্মোচন করার প্রয়াস এটিই প্রথম। এই জিনবিন্যাস উম্মোচন করতে সময় লাগবে সর্বোচ্চ ৬ মাসের মতো।