দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে অবশেষে গতরাতে অপহরণকারীরা ফেলে গেছে। তাকে পুলিশ উদ্ধার করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে রাজধানীর মিরপুর রোডের আনসার ক্যাম্পে তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা পরে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা কলাবাগান এলাকা থেকে তাকে উদ্ধার করেন।
কলাবাগানের একটি পুলিশ চেকপোস্ট হতে তাকে উদ্ধার করে কলাবাগান থানায় নিয়ে যান।
জানা গেছে, আবু বকর বর্তমানে সুস্থ্য আছেন এবং রিজওয়ানা হাসান ও তার আত্মীয়রা থানায় এসেছিলেন।
আবু বকর সাংবাদিকদের বলেছেন, তাঁকে মাইক্রোবাসে তুলে নেওয়ার প্রায় ৩ ঘণ্টা পর তাকে একটি বাড়িতে নেওয়া হয়। তার চোখ সব সময় বেঁধে রাখা হয়। তাকে অপহরণ করার সময় কিছু কিল-ঘুষি মারা হয়। তবে এরপর আর তাকে কোনো নির্যাতন করা হয়নি।
তিনি আরও বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তাকে মিরপুরের আনসার ক্যাম্প এলাকায় গাড়ি থেকে নামিয়ে দেওয়ার সময় পকেটে ৩০০ টাকাও দিয়ে দেয় অপহরণকারীরা। তিনি সেন্ট্রাল রোডের বাসায় যাওয়ার জন্য প্রথমে একটি রিকশায় ওঠেন। ওই রিকশা কাজীপাড়া পর্যন্ত আসে। এরপর একটি সিএনজিচালিত অটোরিকশা পাওয়ার পর তিনি তাতে ওঠেন।
তবে অপহরণকারীরা কেনো অপহরণ করলো আর কেনই ছেড়ে দিলো সে বিষয়ে তিনি কিছুই বলতে পারেননি।
উল্লেখ্য, আগের দিন বুধবার বেলা ৩টায় নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় সৈয়দা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে।
This post was last modified on এপ্রিল ১৮, ২০১৪ 12:20 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গরমের এই সময় ঘেমেনেয়ে ঠাণ্ডা পানীয়তে চুমুক দেওয়া কিংবা খাওয়াদাওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমানে প্রযুক্তিনির্ভর জীবনে ল্যাপটপ একটি অত্যাবশ্যকীয় ডিভাইস। পড়াশোনা, অফিসের কাজ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গবেষকরা বলেছেন, ব্যথানাশক ওষুধ আইবুপ্রোফেনের মতোই কাজ করবে এই তেলটি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার অবশিষ্টাংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করতে পরিকল্পনা চালাচ্ছে ইসরায়েল। সেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউড অভিনেত্রী রবিনা টন্ডনের কন্যা রাশা থাডানি বেরিয়েছেন প্রাতর্ভ্রমণে। সঙ্গে…