দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি শিক্ষা সফর ও পিকনিকে দুর্ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী হতাহতের পরিপ্রেক্ষিতে সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান হতে শিক্ষা সফর ও পিকনিকে যেতে হলে নতুন নির্দেশনা অনুযায়ী যেতে হবে।
পহেলা বৈশাখে ঢাকার আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যায়, সেখানে বেড়াতে গিয়ে সমুদ্রে গোসল করতে নেমে সাগরে ভেসে যায় ৬ শিক্ষার্থী। পরবর্তীতে ৪ জন এর লাশ উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুইজন এখনো নিখোঁজ। এই ঘটনায় সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় উঠে।
সেই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে নতুন এই নির্দেশনা দেয়া হয়। নতুন নির্দেশনা মোতাবেক যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা সফর ও পিকনিকে যেতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অনুমতি নিয়ে যেতে হবে। এবং অবশ্যই সাথে করে একজন দায়িত্বশীল শিক্ষক নিয়ে যেতে হবে।
এছাড়াও যেকোনো পিকনিক কিংবা শিক্ষা সফরে যাওয়ার আগে ঐ স্থান সম্পর্কে সংশ্লিষ্ট সকল শিক্ষক এবং শিক্ষার্থীকে হোম ওয়ার্ক করতে হবে, ঐ যায়গা সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে হবে। তাছাড়া প্রাতিষ্ঠানিক ভাবে পিকনিক স্পটের সংশ্লিষ্ট প্রশাসনকে পিকনিকে যাওয়ার বিষয়ে অবহিত করতে হবে। বড় আয়োজনের শিক্ষা সফর বা পিকনিকের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কেও বিষয়টি জানাতে বলা হয়েছে।
সকল আয়জন শেষে, সম্পূর্ণ সফরের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা এবং আচরণ বিধি নির্ধারণ করতে হবে, ছাড়াও সকল প্রকার আইনি বিধিবিধান পালন করেই পিকনিকে যেতে হবে বলে নতুন নির্দেশনায় বলা হয়েছে।
This post was last modified on মে ৬, ২০১৪ 11:23 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ এক দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘটনাটি ভারতের। সেখানকার কুচামন পুরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৮ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৪ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…