দি ঢাকা টাইমস ডেস্ক ।। অনেক দিন ধরেই কানকথা শোনা যাচ্ছিলো ফেসবুকের কভার ফটো আর অন্যান্য বৈশিষ্ট্যর সঙ্গে মিল রেখে নিজের চেহারায় পরিবর্তন আনার চেষ্টা করছে টুইটার। চলতি মাসের শুরুতে সেই কানকথার সত্যতা নিশ্চিত করেই আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য একটি ডিজাইন প্রকাশ করেছে তারা।
টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ডিজাইনে হোমপেজ ইতোমধ্যে টুইটারের কিছু কিছু ব্যবহারকারী নিজেদের প্রোফাইলে দেখতে পাচ্ছেন। তবে সকল ব্যবহারকারী এখনো এই সুবিধা পাচ্ছেন না।” প্রোফাইল পিকচারের আকার আগের থেকে বড় হয়েছে। এছাড়া ফেসবুকের কভার ফটোর মতো প্রোফাইল ছবির ওপরে বড়ো একটি ব্যানার ঝোলানোর সুযোগও থাকছে ব্যবহারকারীদের জন্য। ব্যবহারকারীর সবচেয়ে জনপ্রিয় এবং সেরা টুইটগুলো ‘পিনড’ করে রাখার ব্যবস্থা থাকবে। শুধু তাই নয়, সবচেয়ে বেশি জনপ্রিয় টুইটগুলো অন্যান্য টুইটের থেকে আকারে তুলনামূলক বড় দেখাবে।
এ ছাড়াও, অন্যের প্রোফাইল চেক করার সময় তার টুইট, ছবি নাকি ভিডিও কোনটা দেখতে চাচ্ছেন তিনি, সেটা ফিল্টার করার ব্যবস্থাও থাকবে। অনেকটা ফেসবুকের ওপরে যেভাবে ফটো, ভিডিও, নোটস ইত্যাদি থাকে সেরকম। ফটো, ভিডিও আছে এমন টুইটারগুলো দুই কলাম জায়গা নিয়ে কার্ডের মতো চতুর্ভুজ আকারে নিজেদের প্রদর্শন করবে।
টুইটারে নতুন অ্যাকাউন্ট যারা খুলছেন তারা সরাসরিই এই ডিজাইন পাচ্ছেন। যারা পুরনো ব্যবহারকারী তাদের জন্যেও এই সুযোগ আসছে, তবে তার জন্যে কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে। তুলনামূলক অগ্রাধিকারের ভিত্তিতে সেলেব্রিটিদের প্রোফাইলের ধরণ পরিবর্তন করে দেয়া হচ্ছে।
তথ্যসূত্র: টেক জার্নাল, এনগ্যাজেট, ব্লগ টুইটার