দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি ম্যাচ সমূহে মেসির খেলায় যেন মনে হচ্ছে মেসি ছিলেন নিজের ছায়া হয়ে। গত অর্ধযুগ ধরে পায়ের যাদুতে ফুটবল বিশ্বকে মোহাচ্ছন্ন করে রাখা এ আর্জেন্টাইনের ক্যারিয়ারে এমন সময় আর আসেনি। অনেকেই একে নিছক ফর্মহীনতা বলতে নারাজ। এর পেছনে কি রয়েছে বার্সার সাথে মেসির চুক্তির টানাপোড়ন!
মেসির সাথে বার্সেলোনার চুক্তির নবায়নের ক্ষেত্রে বার্সেলোনা নতুন করে ভাবছে যা মেসিকেও ভাবাচ্ছে, আর সেই মানসিক চাপ মেসির খেলায় এসে দেখা দিচ্ছে। এমনটাই মনে করছেন অনেকেই। মনে করার কারণও রয়েছে, ইতোমধ্যে প্যারিস সেন্ত জার্মেই, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো মেসিকে কিনে নিতে ২৫০মিলিয়ন ইউরো এর বেশি আর্থিক প্রস্তাব দিয়েছে। একে বার্সেলোনার জন্য বিপুল পরিমাণ আর্থিক মুনাফা হিসেবেই দেখছে অনেকেই। তবে বার্সেলোনা তেমন কোনো আভাষ অবশ্য দেয়নি।
ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ অবশ্য মন্তব্য করেছেন, “বার্সার কাছে যদি ভালো অঙ্কের আর্থিক প্রস্তাব আসে তবে বার্সার উচিৎ মেসিকে ছেড়ে দেয়া। বার্সা সেই অর্থ দিয়ে দলকে আরও সুন্দর ভাবে গুছিয়ে নিতে পারবে। অপর দিকে মেসির উচিৎ অন্য কোনো ক্লাবে গিয়ে নিজেকে আরও মেলে ধরার চেষ্টা করা।”
তিনি আরও বলেন, “মূলত বার্সেলোনায় মেসি থাকাতে নেইমারের সাথে মেসির জুটি সেভাবে গড়ে উঠছেনা, যার ফলাফল বার্সেলোনা ইতোমধ্যে পেতে শুরু করেছে।”
তবে যে যাই বলুক বার্সেলোনা এখনো আনুষ্ঠানিক তেমন কিছুই প্রকাশ করেনি, অপর দিকে মেসির নিষ্প্রভ থাকার পেছনে অনেকেই মনে করছেন আসন্ন ফিফা বিশ্বকাপে নিজেকে ফিট রাখা। এই সময়ে অহেতুক কোনো ইনজুরির ঝুঁকি নিতে চান না বলে বিশ্বকাপের জন্য নিজেকে বাঁচিয়ে খেলছেন মেসি। ক্লাবের হয়ে সম্ভাব্য সব তো জেতা হয়ে গেছে, এখন জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ জেতাটাই নাকি মূল লক্ষ্য মেসির।
সূত্রঃ মিরর ইউকে